Bela Tarr
রচনা, গ্রন্থনা ও অনুবাদ : রুদ্র আরিফ
পৃষ্ঠা : 96
আজব এক ঘাড়ত্যাঁড়া লোক তিনি। প্রথম জীবনে হতে চেয়েছিলেন দার্শনিক। উঠতি বয়সে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন চরমপন্থী বাম রাজনৈতিক গোষ্ঠীতে। অন্যায়, অবিচার, বৈষম্যে ভরা দুনিয়াকে পুরোদস্তুর পালটে দিতে চেয়েছিলেন। এর দাম দিতে হয়েছে তাঁকে; সুযোগ পাননি প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার। আর, কৈশোর থেকেই হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা। বানাতে শুরু করেছিলেন সিনেমা। মূলত শর্ট ডকুমেন্টারি, খেটে খাওয়া মানুষের ওপর। তারপর পা বাড়ান ফিচার ফিল্মের সুদীর্ঘ যাত্রায়। ক্যামেরা তাঁর কাছে কোনো ইক্যুপমেন্ট নয়, বরং সমাজ বদলের হাতিয়ার হয়ে উঠেছিল। আরেকটু বয়স বাড়তেই, জীবনের ঘাত-প্রতিঘাতের সঙ্গে আরও নিবিড় বোঝাপড়া শেষে জেনে গিয়েছিলেন, পৃথিবীর সব প্রান্তে, সার্বিক মানুষের যে শোচনীয় বাস্তবজীবন, যে অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে আমরণ পরাজয়প্রবণ লড়াই, এর উৎস শুধুই মানুষ কিংবা এই পৃথিবী নয়; বরং এ মহাজাগতিক অনুষঙ্গ। তাই জীবন দেখার, পৃথিবী দেখার দৃষ্টি তিনি বদলে নেন। তাঁর সিনেমার ভাষা হয়ে ওঠে আরও নিরানন্দ, আরও নিগূঢ় হয়ে ওঠে একান্তই ‘বেলা তারীয়’।
আকার (cm) : 14 (l) X 21.7 (b) X 1.3 (h)