Bihanbela Meghbela
লেখক- শশাঙ্কশেখর হাইত
পৃষ্ঠা- 64
আদিম আকাশে আসে পাগল পাগল ঝড়। দুঃসাহসে জলা ও জঙ্গল তোলপাড় করে বেগে ছুটে চলে সৃষ্টিছাড়া জন্তুর দল। অতএব সব ঘেঁটে যায়। সৃষ্টির সেই আদি হিংস্রতার মুখে চৈতন্যের যা কিছু সম্বল ঝরে যায়। হৃদয়ে বিক্ষত হয় ভোর। মেঘে মেঘে স্বপ্নে স্বপ্নে বিজড়িত কবি কাঁপেন মহা আশঙ্কায়। তবু এক আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে।‘ঢাকল মেঘে আকাশ ;গেল আড়াল হয়ে বেলা- সজীব থাক স্মরণে অরুণ-প্রাতের রংখেলা।' বিহানবেলায় সূর্যোদয়ে আকাশে উদ্দাম রঙের জলছবি এঁকে চলেন কবি। মেঘে মেঘে ছড়িয়ে পড়ে সেই রং। শান্ত হয় চারিদিক। জয়ের স্বপ্নে নিত্য জমে ওঠে সম্ভাবনার মেলা। সেই সম্ভাবনার স্রোতেই ভেসে চলে ভোরস্পর্শে ঘোর-লাগা কবিতারা।