Bishpatre Dao Amriter Aswad
লেখক : কল্যাণ চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 80
‘তোমার কাছে যাই অমৃতচুম্বন পাব বলে / মাঝে মাঝে ফিরে আসি বিষদ্রংষ্টা নিয়ে / কার ভুলে?’ —জীবনভর আলো অন্ধকারের হিসেবটা খালি গুলিয়ে যেতে থাকে, অমৃতের সন্তান জিভ জোড়া কটু বিষের দহন নিয়ে পথ পার হয়। সব যাপনই মৃত্যুঘেরা জেনেও বাঁচার মতন করে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে চলে যেন কারা। সেইসব প্রাণপণ করা পূর্ণতার সন্ধান থেকে উঠে আসে কবির প্রেম আর বিদ্রোহ। ক্ষতের গভীরে শুশ্রূষা দেয় প্রকৃতি। আর এইসব অমৃত মন্থন করা বিষের উত্তরাধিকার থেকে জেগে ওঠে এই কবির কবিতা। বনলতার দৃষ্টি খোঁজেন তিনি নস্টালজিয়ার উপত্যকায় বসে। কন্যাভ্ৰূণ হত্যা আর সমাজের কোণে থাকা কিছু জমাট অন্ধকার গুমোটটা যত ঘনিয়ে তোলে, তত তীব্র হয় তাঁর হৃদয়ের আর্তি। বিক্ষত এক মানবিক মন নিয়ে পুরুষকে উদ্দেশ্য করে তিনি লেখেন— ‘কেন মেরে দিলি বাপ/ বেঁচে থাকলে আর কিছু না পারি/ কিছু শয়তানের খাদ্য তো হতে পারতাম।’ তবু প্রেমই তাঁকে দহনের প্রান্তে নিয়ে আসে। ভালোবাসার কাছে নতজানু হয়ে কবি লেখেন— ‘তোমার বাসায় এসে শোনা গেল/ তুমি গেছ পূজা দিতে/ পূজারি ডালা হাতে তোমার দরজায়। তুমি গেছ কোন মন্দিরে?’ এভাবেই গরল মধুর আস্বাদের তীব্রতায় এগিয়ে চলে তার জীবনের অর্জন, বৃহতের সন্ধান। জেগে ওঠে তাঁর সৃষ্টি।
আকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1.2 (h)