Baghinir Chele Dekha
লেখক : অঞ্জনা চক্রবর্তী
পৃষ্ঠা : 64
সঠিক কোথাও পৌছতে হবে এমনও নয়। শুধু একটা ভেঙে বেরোনোর ইচ্ছে’– ভেঙে বেরোনোর এই অদম্য ইচ্ছেই এই সময়ের তরুণ কবিদের থেকে আলাদা করেছে অঞ্জনাকে। কবিতা-প্রেমিক, কবিতা-সমালোচক, বিদগ্ধজনেরাও মনে করছেন আগামী সময়ে বাংলা কবিতায় একটি বিশিষ্ট জায়গার দখল করে নেবেন অঞ্জনা। জীবনকে দেখবার চোখ অঞ্জনার নিজস্ব। তবে সে দেখার জগত নিয়ে বিতর্ক থাকবে। হয়তো এই উস্কে দেওয়া বিতর্কই কবির সফলতার অন্যতম একটি কার্ড। 'বাঘিনীর ছেলে দেখা' অঞ্জনা চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ। এই গ্রন্থের বাঘিনী ক্ষুধার্ত, অশান্ত, বিরহী এক নারী। পুরুষকে ও জীবনকে সে দেখে প্রেম, হিংসা, যৌনতা, ক্রোধ ও আকর্ষণ- বিকর্ষণের এক আশ্চর্য সরল, অকপট দৃষ্টিতে। তীব্র ঝলসানো বিদ্যুতে সে উন্মোচিত করে জীবনের গভীর মর্মস্পর্শী সত্যগুলি। সাহসী, বলিষ্ঠ, স্পষ্ট ভাষায় বোনা নাতিদীর্ঘ কবিতাগুলি শ্লেষ, ব্যঙ্গ, প্রতিবাদ ও সর্বোপরি ভালোবাসায় উজ্জ্বল হয়ে থাকে।
আকার (cm) : 14.4 (l) X 22 (b) X 1.1 (h)