Bhurupe Bhasha : Proyoger Bangla Baboharer Bangla (Vol - II)
সংকলন ও সম্পাদনা : শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত / ভূমিকা : উজ্জ্বলকুমার মজুমদার
পৃষ্ঠা : 208
দুগ্গা... দুগ্গা..! শুধু শুভযাত্রার মতো নৈঃশব্দ্যেরও একটা নিজস্ব ভাষা আছে।পাত্রপাত্রীর আত্মপরিচয় বা তাদের নামকরণে এই ভাষা টেলিগ্রাফিক।দেহকেন্দ্রিকতায় জীবন্ত। এরকম অসংখ্য পরতে বিছানো আমাদের বাংলা ভাষা। এই ধরুন না মস্তানির বাংলা,ছাত্র পড়ানোর বাংলা, আবৃত্তির বাংলা অথবা ভাব-অভিধানের বাংলা ভাষার কথা। একই অঙ্গে কত না রূপ তাঁর। এই ভাষায় সহজিয়ারা খোল বাজায়, গিটার হাতে শিল্পীরা গায় ব্যান্ডের গান। প্রতিবাদের রাজনীতিও এই ভাষায় স্বচ্ছন্দ। সব যেন দেয়ালে আঁকা ছবির মতো। ভাষা নিয়ে এহেন গল্পকথা হাজার বছরের বাংলায় এই প্রথম। আমরা পড়ছি।আপনি পড়ছেন তো...।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1.7 (h)