Napothyacharini
লেখক : ইন্দ্রজিৎ সেনগুপ্ত
পৃষ্ঠা : 80
রবিঠাকুরের কোটেশনে বহুবার ভরেছে আমাদের প্রেমপত্রের পাতা। চেনা মুখকেও মন অতলের পাড়ে পাঠিয়ে তাকে বিদেশিনী বলে প্রাণ সঁপেছি কতবার। কতবারই তো গুরুদেবের আলখাল্লার আড়ালে ঢাকা পড়ে থাকা নতুন বউঠানের স্পর্শগুলিকে খুঁজেছি আমরা। ভাইঝি ইন্দিরাকে লেখা ‘ছিন্নপত্র’-র সংশোধিত প্রেমের আড়ালে কতবারই তো সেইসব আনসেন্সরড অংশগুলিকে কল্পনা করার চেষ্টা করেছি আমরা। তাঁর রচনা বিশ্লেষণ করতে করতে তন্ন তন্ন করে খুঁজেছি ভিক্টোরিয়া ওকাম্পো বা মারাঠি সুন্দরী আন্নাকে। মুগ্ধচোখে দেখেছি কেমনভাবে তিনি রাণুর সঙ্গে মেতেছেন স্নেহ কামনা মাখা প্রেমের নতুন দোলায়, ধরা দিয়েছেন ভানুদাদার ছদ্মবেশে। কবিগুরুর প্রেমপনই এখানে হয়ে উঠল ইন্দ্রজিৎ সেনগুপ্তের কবিতার প্রেরণা। বিশ্বকবির বহু ব্যাপ্ত প্রেমের বহুধা আস্বাদ উঠে এল এই গ্রন্থে। উঠে এল মন দেওয়া নেওয়ার নিভৃত কিছু মুহূর্ত নতুন শব্দবন্ধের মধ্য দিয়ে, নতুন কালের দৃষ্টিকোণে। প্রেমিক রবীন্দ্রনাথের ঠিকানা ধরা থাকল এখানে। আগামীর কোনো এক প্রেমিক বাউন্ডুলে ঝুলি নামিয়ে দুদণ্ডের বিশ্রাম না হয় নিয়ে যাবে দু- মলাটের এই পান্থশালায়।
আকার (cm) : 14.5 (l) X 21.6 (b) X 1.2 (h)