Natyasanglap Chaturdash
লেখক- অংশুমান ভৌমিক
পৃষ্ঠা- 320
‘সিমপ্লিসিটি না থাকলে তার ভেতরে ডেপ্থ থাকবে না। তুমি যতই কঠিন কথাই বলো না কেন, একেবারে সহজে তা যদি অন্যের কাছে না পৌঁছয়, শিল্প হিসেবে সেটা উতরোবে না।'— বলছেন গৌতম হালদার। থিয়েটার এমন এক আর্ট ফর্ম, যা সরাসরি ধাক্কা মারে মানুষের চেতনায়। যুগ যুগ ধরে এই কাজটা সে করেছে, দেশ ও কালের বিভিন্ন সমস্যাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, প্রশ্ন করেছে, উত্তর খুঁজেছে। দর্শককে দাঁড় করিয়েছে নিজেদের মুখোমুখি। থিয়েটার— এক কঠিন আয়না। উৎপল দত্ত নিজেকে আর্টিস্ট বলতেন না, বলতেন ‘প্রপাগান্ডিস্ট'। থিয়েটারের কাজ বোধহয় শুধুই বিশুদ্ধ শিল্পরচনা নয়, বুননে তার ধরা থাকে সময়, রক্তমাংসমজ্জায় প্রবাহিত। সেই স্রোতে যাঁরা নিত্য স্নান করেছেন, নিয়েছেন অঞ্জলি ভরে, তাঁদের মধ্যে ১৪ জন প্রখ্যাত ব্যক্তির সাক্ষাৎকারের সংকলন এই বই। বলা ভালো, ১৪-এর মিলে মিলে সাক্ষাৎকারের সনেট। কোনো Octet, Sestet বিভাজন নেই। নিরন্তর এই আলাপ। অনন্ত সংলাপ।