Tarkovskyr Diary অনুবাদ : রুদ্র আরিফ পৃষ্ঠা : 107 ‘টাইম উইদিন টাইম’ প্রবাদ প্রতিম পরিচালক আন্দ্রেই তারকোভস্কির দিনলিপি। যার ব্যাপ্তিকাল ১৯৭০ থেকে ১৯৮৬, তাঁর মৃত্যু অবধি। অত্যন্ত অন্তরঙ্গ, অনুভূতিপ্রবণ, ব্যক্তিগত দিনলিপিটা প্রকাশিত হয় তাঁর মৃত্যুর পর। যার থেকে খুঁজে পাওয়া যায় তারকোভস্কির আর- এক জগৎ। চলচ্চিত্র নির্মাণে তাঁর সৃষ্টিশীল ভাবনার পেছনে কীভাবে ক্রিয়াশীল থেকেছে সাহিত্য ও অন্যান্য মাধ্যমের প্রত্যক্ষ প্রভাব তারও সন্ধান মেলে এই দিনিলিপিতে। দস্তয়ভস্কি, টলস্টয়, টমাস মান, হেরমান হেসের মতো লেখকেরা কোন পথে তাঁর সিনেমা ভাবনায় ক্রিয়াশীল থেকেছেন তাঁর হালহদিশ রয়েছে ডায়েরি তথা নোটবুকে। পাশাপাশি রয়েছে তাঁর কবি পিতা আর্সেনি তারকোভস্কির কবিতার প্রভাবের প্রসঙ্গও। দর্শক গবেষকদের সামনে এই দিনলিপি খুলে দেয় ব্যক্তি মানুষ তারকোভস্কির ভাবনার এক উন্মুক্ত দরজা। শুধুই কী তাই, সময় সময় এই ডায়েরি তথা নোটবুকে তিনি ব্যক্তিগত চিন্তা থেকে বেরিয়ে হয়ে উঠেছেন সামাজিক নাগরিক। মন্তব্য করেছেন সোভিয়েট সংস্কৃতি ও সিনেমার ভবিষ্যৎ নিয়ে। নিজের সিনেমার নির্মাণ কৌশলের অনেক গোপনীয়তা ফাঁস করেছেন তিনি স্বয়ং। আবার না-হওয়া ছবি দস্তয়ভস্কির ‘ইডিয়ট’-এর পরিকল্পনার নানা ডিটেলস। এইসব নিয়েই ‘টাইম উইদিন টাইম’ হয়ে উঠেছে এক অনন্য গ্রন্থ। এই গ্রন্থের একান্ত অনুগত অনুবাদ প্রকাশ করল ‘প্রতিভাস’। |