Dandacratic
লেখক : শুভেন্দু সরকার
পৃষ্ঠা : 56
প্রথম বই থেকে দ্বিতীয়া বইতে এসে নিজেকে সম্পূর্ণ পাটে নিয়েছেন শুভেন্দু সরকার। যদিও ছড়ার ছন্দের তাল বা দুলুনি একইরকম রয়েছে। কিন্তু বদলে ফেলেছেন তাঁর সাম্প্রতিক বিষয়। এ বইয়ের সমস্ত ছাড়াই প্রায় রাজনৈতিক। তবে যতই রাজনৈতিক হোক না কেন, এ বই আপাদমস্তক কাব্যসুষমায় ভরপুর। এ বইয়ের প্রতিটি ছড়ার সঙ্গে পাওয়া যায় এক ধরনের সঙ্কেত। যে সঙ্কেত নির্দেশ করে ছড়াগুলোর আপাত একটা অর্থর পাশে রয়েছে গভীরে গভীরে অন্য এক ধরনের অর্থ। এই অর্থবহতাই এ বইয়ের সম্পদ। এ বই নিয়ে উঠতে পারে বিতর্কের ঝড়। চায়ের কাপে উঠতে পারে তুফান। অনেকটা যেন সে কারণেই শুভেন্দু বেছে নিয়েছেন এমনই সব বিষয়। সেই সঙ্গে তিনি শব্দ নির্বাচনে বেপরোয়া। যে কোনও শব্দকে ব্যবহার করেছেন ইচ্ছে মতোন। আবার কোনও শব্দকেই ব্রাত্য করে রাখেননি। এমনকী তার পারিপার্শ্ব এ বই নিয়ে কী মন্তব্য করবে তা নিয়েও মাথা ঘামানোর ব্যাপার নেই শুভেন্দুর। এ বই পড়তে পড়তে বোঝা যায় নিজের জীবন যাপনের মতোই শুভেন্দুর ছড়া, তার ছন্দ, তার বিষয়- বহুধা বিস্তৃত।
আকার (cm) : 16 (l) X 20.5 (b) X 1.2 (h)