Jahannomer Sangare
লেখক : স্বাগতা দাশগুপ্ত
পৃষ্ঠা : 64
জাহান্নমের সংসারে রোদ এসে পড়ে। হইহই করে ওঠে নতুন নতুন গাছগুলো। লুটোপুটি খায় হাওয়ায়। নাম না জানা গাছ ওরা। নাচতে নাচতে পাগল হয় আজীবন। বিচিত্র সেই নাচের ভঙ্গি, কেউ হয়তো খবর রাখে তার। ছোট্ট ছোট্ট মেঘের কাছে ঘুরতে থাকে এক-একটা তারা। ওদের দেখতে দেখতে এ-ঘাট ও-ঘাট পার করে কত কত ফেরি। তার মাথায় চাপে কত বোঁচকা, সুটকেস, এমনকি মোটর সাইকেল। কত নদী গজিয়ে ওঠে। দিক পালটায় ওরা। সমুদ্রেও যায় কেউ কেউ। একবার কী দুবার। বিরাট বিরাট ঢেউয়ে ভেঙে পড়ে। আর যাদের যাওয়া হল না, ঘুরে বেড়ায় রাত্রিবেলার জঙ্গলে। আর, গা বেয়ে বেয়ে ওঠে লতানে গাছ। ঢুকে যায় কানের ফুটোয়। কোনো কিছুই স্থির নেই এখানে। চলতে থাকে হাজার রকম মিথ্যে।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)