Joyesh O Jibananander Madhyabitter Dinlipi
লেখক : সায়ন্তন দাশগুপ্ত
পৃষ্ঠা : 96
জেমস জয়েস ও জীবনানন্দ দাশ সাহিত্যিক হিসেবে যত না আলোচিত হয়েছেন, তার চাইতে অনেক বেশি অনালোচিত রয়ে গেছেন। দারিদ্র্যতা, রাজনীতি, ঠিকানা বদল, সংসার জীবনের অস্থিরতা উভয়কেই প্রভাবিত করেছে। জয়েস যদিও ইউলিসিসের জন্য অমরত্ব লাভ করেছেন, গদ্যসাহিত্যিক হিসেবে জীবনানন্দের পরিচিতি আজও সীমাবদ্ধ। এই গ্রন্থের বিষয় দুটি উপন্যাস - জয়েসের ইউলিসিস এবং জীবনানন্দের মাল্যবান। সম্পর্কের বিভিন্ন কোণ, সন্তানের চিন্তা, অর্থনৈতিক সীমাবদ্ধতা, মৃত্যুচিন্তা, নারী, সমাজ-রাজনীতি, এবং মধ্যবিত্তের চিন্তাভাবনা প্রভৃতি বিষয় আলোচনার মধ্যে দিয়ে দেখানো হয়েছে কীভাবে সুদূর আয়ারল্যান্ড ও বাংলাদেশের দুই লেখকের। মধ্যে ভাবনার মিল বর্তমান। শেষে জীবনানন্দের অনন্যতা প্রকাশ করা হয়েছে জয়েসের ফিনেগান্স ওয়েকের সাথে আলোচনায়।