Gadyasamagra (Vol. 2)
লেখক : রঞ্জন বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : 376
রঞ্জন বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সাধারণ অর্থে রবীন্দ্র-স্কলার নন। রবীন্দ্র-রানওয়েতে তাঁর টেক-অফ সম্পূর্ণ নতুন মাত্রার, ভিন্ন দর্শন, নব মূল্যায়ন এবং অনন্য এষণার ! এক কথায়, রঞ্জন আধুনিক রবীন্দ্রচর্চার সেই দ্যুতিময় দুঃসাহসী বৈদগ্ধে উত্তীর্ণ নায়ক, যিনি রবীন্দ্রনাথকে জীবনহীন দৈব বেদি থেকে উপড়ে প্রতিষ্ঠিত করেছেন জায়মান জৈব মহত্বে! এই রবীন্দ্রনাথ আর আমাদের থেকে আলোকবর্ষ দূরের কোনো মৃত, শীতল নক্ষত্র নন। তিনি জীবন্ত, ফুটন্ত, রক্তমাংসের নিরন্তর দহনে-সহনে এক অবিশ্বাস্য প্রতিভা! জীবন তাঁকে আজও আমাদেরই সঙ্গে জ্বালাচ্ছে। পোড়াচ্ছে। ছারখার করছে। এবং সূর্য যেমন সারাক্ষণ জ্বলতে-জ্বলতে, পুড়তে-পড়তে, শেষ হতে-হতে দিয়ে চলেছে আলো আর তাপ, ঠিক তেমনই আমাদের রবীন্দ্রনাথ । জ্বলছেন কামনায়। বাসনায়। আদরের উপবাসী তিনি, নিঃসঙ্গ দহনে। সেই রবীন্দ্রনাথ এই প্রথম ধরা দিলেন রঞ্জনের বিতর্কিত নির্ভীক রবীন্দ্রচর্চায়। যে রবীন্দ্রনাথকে বাঙালি জানে না । জানতে ভয় পায়। যে রবীন্দ্রনাথকে বাঙালি পূজার বেদিতে নিঃসাড় করে দিয়েছে। এই প্রথম কোনো বাঙালির রবীন্দ্রদর্শনে দেখা দিলেন নতুন অচেনা অজানা রবীন্দ্রনাথ! রঞ্জনের অবিরল, অবিস্মরণীয় অননুকরণীয় গদ্যে !
আকার : 22.3 (h) × 14.5 (w) × 2.5 (d)