Gadyasanhraha 1
লেখক : মলয় রায়চৌধুরী
পৃষ্ঠা : 344
শিল্প, সাহিত্য ও ভাষা নিয়ে প্রথম থেকেই, নিজের কথায় ‘কালচারাল বাস্টার্ড' মলয়, মলয় রায়চৌধুরী যে চ্যালেঞ্জ নিয়েছিলেন তা তাঁর লেখা কবিতায়, গদ্যে প্রথম থেকেই আক্রমণাত্মক। মলয়ের গদ্যশৈলী, ভাষাকে নিয়ে তাঁর প্রতিনিয়তের পরীক্ষা-নিরীক্ষা আধুনিকতার চূড়ান্ত উদাহরণ। তাঁর লেখায় ভাষা তার বন্ধ্যাত্ব থেকে মুক্ত হয়ে সমসাময়িক হয়ে ওঠে সহজেই। বিস্তৃত হয়ে ওঠে। যৌক্তিকতার পাহাড়চূড়া থেকে মোহাচ্ছন্ন জ্ঞানের অতলে ঠেলে ফেলা অনিবার্য যে ভয়ংকর পতন তা থেকে বাঁচবার জন্য কোনও খড়কুটো তিনি তাঁর পাঠকের জন্য রাখেননি। বলা ভালো এই অবশ্যম্ভাবী অনিশ্চয়তার সামগানই তাঁর সামগ্রিক লেখালিখির নির্মাণপ্রণালী, মস্তিষ্কে অগ্নিসংযোগকারী লেখাপ্রযুক্তি। বানিয়ে বানিয়ে, কল্পনার মিশেলে গল্প বলার থেকে অনেক বেশি গল্প না-বলা, গল্প বলতে না চাওয়া লুকিয়ে আছে মলয়ের উপন্যাসগুলির গদ্যশৈলীতে। যখন কিছু পড়া বা শোনা আমাদের মাথায় অবিশ্রান্ত কামান দেগে দেগে ইনফরমেশনের পাহাড় গড়ে তোলে, বিগ্রহ গড়ে তোলে, ঠিক তখুনি একজন মলয় রায়চৌধুরী সময় ও সমাজ-সচেতন একজন লেখক তথা শিল্পীর ভূমিকায়। তাঁর লেখায়, উপন্যাসে, গদ্যে একজন লেখক যা করতে পারেন, তা হল, প্রথার বিরুদ্ধে গিয়ে গড়ে-ওঠা এতকালের সেই পাহাড়, বিগ্রহ ভাঙার কাজ। মলয় আমৃত্যু তাঁর উপন্যাসে, গদ্যে, লেখায় এই ভূমিকাই নিয়েছেন।
আকার : 22 (h) × 14.2 (w) × 2.5 (d)