Kirtimukh
লেখক : অরিজিৎ চক্রবর্তী
পৃষ্ঠা :
‘সম্পর্ক এ ঘরে ঢোকে না বহুকাল, এ খাটে শুতে আসে না / মাঝরাতে, আর্দ্র হয় মন....’। কবি অরিজিৎ চক্রবর্তী কবিতায় অল্প কথায় বুনে দিতে জানেন অনন্ত ইশারাময় বার্তা। রোমান্টিক এই কবির প্রেম বিষয়ক ভাবনার কবিতাগুলি কারো কারো কাছে উদ্ধৃতিযোগ্য হয়ে উঠতে পারে। মেধা ও অনুভূতির মিশ্রণে নির্মিত ছোটো কবিতাগুলি এই কাব্যগ্রন্থের অন্যতম সম্পদ। কবিতার শব্দ চয়নে যত্নবান অরিজিৎ। একই সঙ্গে অত্যন্ত সংযম। কবিতা মনস্ক পাঠকের কাছে তাঁর বাহুল্যবর্জিত ছোটো কবিতাগুলি আলাদাভাবে সমাদর পাবে। অন্তর্মুখী এই কবির কবিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, কবিতার শরীরে গল্প বুনে দেবার প্রবণতা থেকে দূরে থেকেছেন কবি। রহস্যময়তা কখনো কখনো তাঁর কবিতাকে আরো মোহময় করে তুলেছে। একইভাবে দীর্ঘ কবিতা লেখার ক্ষেত্রেও তাঁর মুন্সিয়ানার পরিচয় পাওয়া যাবে ‘সংলাপ’- এর মতো কবিতায়। বাংলা মূলস্রোতের কবিতা আলোচনায় আগামী দিনে সম্ভবত উল্লেখিত হবেন কবি অরিজিৎ চক্রবর্তী। কাব্যগ্রন্থটি অবশ্যই কবিতা অনুরাগী পাঠকের কাছে সংগ্রহযোগ্য হয়ে উঠবে।
আকার (cm) : 14 (l) X 22 (b) X