Kabita Samagra Vol (I)
লেখক : শামসুর রাহমান
পৃষ্ঠা : 352
বাংলা কবিতা আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে যাদের হাত ধরে তাদেরই অন্যতম কবি শামসুর রাহমান। ১৯৬০ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে’, ‘রুপালি স্নান’-এ তিনি জানিয়েছিলেন, ‘ভাবিনি শুধুই পৃথিবীর বহু জলে রেখা এঁকে/ চোখের অতল হ্রদের আভায় ধূপছায়া মেখে / গোধূলির রঙে একদিন শেষে খুঁজে নিতে হবে ঘাসের শয্যা।’ প্রায় অর্ধ শতাব্দী জুড়ে কবিতা চর্চায় নিমগ্ন থেকেছেন শামসুর। সংখ্যাতত্ত্বের বিচারে অসংখ্য তাঁর লেখালেখি। বিভিন্ন সময়ে লেখা বিভিন্ন কাব্যগ্রন্থগুলির কবিতায় ছড়িয়ে রয়েছে বিস্ময়কর মনিমুক্তো। নিজস্ব দর্শন, জীবনবোধ এবং শৈল্পিক ভাবনার পাশাপাশি সমাজমনস্কতা তাঁর কাব্যের অন্যতম বৈশিষ্ট। ১৯৬৩ সালে প্রকাশিত হয় শামসুরের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘রৌদ্র করোটিতে’। এই কাব্যে তাঁর নিবিড় উচ্চারণ, ‘বাঁচার আনন্দে আমি চেতনার তটে/ প্রত্যহ ফোটাই ফুল, জ্বালি দীপাবলি/ ধ্যানী অন্ধকারে’। ১৯৬৭ সালে প্রকাশিত ‘বিধ্বস্ত নীলিমা’য় রোমান্টিক শামসুর লেখেন, ‘না, আমি নিন্দুক নই।/ তুমি তো জানোই কী আনন্দে/ তোমার সান্নিধ্য চাই,/ একনিষ্ঠ প্রেমিকের মতো/ বসে থাকি তোমারই বাগানে।’ পরবর্তী দু’বছরে প্রকাশিত হয় তাঁর দুটি কাব্যগ্রন্থ ‘নিরালোকে দিব্যরথ’ ও ‘নিজ বাসভূমে’। ‘নিরালোকে দিব্যরথ’-এ জিল্লুর রহমান সিদ্দিকীর উদ্দেশে তাঁর আন্তরিক পঙক্তি, ‘শ্যাওলা-শোভিত পাঁচিলের ধার ঘেঁষে/ হলদে পাখিটা স্বপ্নে উঠল ডেকে।/ তার দিকে হাত বাড়িয়ে দিলাম স্নেহে,/ দিল সে আমাকে সুশ্রী পালকে ঢেকে।’ ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থেই প্রকাশিত হয় তাঁর সাড়া জাগানো কবিতা ‘আসাদের শার্ট’। যেখানে শেষ পঙক্তিতে তিনি জানান, ‘আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা/ সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক,/ আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। বাংলা ভাষার অন্যতম কবি শামসুর রাহমানের কবিতার সঙ্গে এপার বাংলার কবিতা-অনুরাগী পাঠকের পরিচয় থাকলেও সে পরিচয় নিবিড় হয় তাঁর ‘বন্দি শিবির থেকে’ কাব্যগ্রন্থটির সুবাদে। ১৯৭২ সালে এই কাব্যগ্রন্থটি প্রকাশের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার পাঠকদের মধ্যে তাঁর জনপ্রিয়তা প্রবলতর হয়ে ওঠে। ‘বন্দি শিবির থেকে’-ই তাঁর অনবদ্য বিষণ্ণ-উচ্চারণ, ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে/ আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?/ আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?’
আকার (cm) : 14.2 (l) X 22 (b) X 2.8 (h)