Kobita Jara Pore Na Tader Jonno Kobita
লেখক: হানস মাগনুস্ এন্ৎসেনসবারগার/ তরজমা- মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা: 112
‘কিছুই লুকোবার নেই আমাদের।/ কিছুই হারাবার নেই আমাদের।/ কিছুই বলবার নেই আমাদের।/ আমাদেরই সব’। বাভারিয়ার প্রখ্যাত কবি হানস মাগনুস এনৎসেনসনারগার কবিতা যারা পড়ে না তাদের জন্য কবিতা গ্রন্থটির বাংলা তরজমা করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তরজমার ক্ষেত্রে সর্বজনস্বীকৃত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর রয়েছে গ্রন্থটিতে। এনৎসেনসবারগার তাঁর কবিতা সম্পর্কিত ভাবনার অনেকটাই পেয়েছিলেন ভালটার বেনিয়ামিন আর বেরটোল্ট ব্রেখটের সংস্কৃতিতত্ত্ব থেকে। প্রতিষ্ঠিত ও তথাকথিত উচ্চ সংস্কৃতির দাপটের হাত থেকে দূরে থাকবার জন্যই কবি এই কাব্যগ্রন্থটির কবিতাগুলি রচনা করেন। স্বাভাবিকভাবেই কবিতার এই গ্রন্থটি হয়ে উঠেছে প্রতিবাদের কবিতা, অঙ্গীকারের কবিতা। বিশিষ্ট সাহিত্যগবেষক পামেলা ম্যাকালাম জানিয়েছেন, ‘এনৎসেনসবারগারের কবিতার ধরনে যে-বদল ঘটেছে, তা হয়তো তার সংস্কৃতিতত্ত্বের সমালোচনারই সমধর্মী। কবিতা যারা পড়ে না তাদের জন্য কবিতা লেখার চেষ্টা তার হোঁচট খেয়েছে, তাঁর সংস্কৃতিতত্ত্বও তেমনি তার উন্মুখর আশাবাদী ভঙ্গির জন্য আক্রান্ত হয়েছে। বাংলা কবিতার বর্তমান প্রেক্ষিতে কাব্যগ্রন্থটি একান্তই জরুরি হয়ে উঠবে নিঃসন্দেহে।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.5 (h)