Ek Hat Theke Annyo Hate
লেখক : সিদ্ধার্থ চক্রবর্তী
পৃষ্ঠা : 64
‘তোমরা ভুল ভেবেছিলে... / মনে করেছিলে / মানুষটা বুঝি হারিয়ে গেছে। / বিশ্বাস করো আমি হারিয়ে যাইনি’- সত্যিই তো কালি ফুরোলেই বুঝি অক্ষর ফুরিয়ে যায়? নৈঃশব্দ্যের মধ্যে কি কখনোই কোনো কথার সম্ভাবনা ছিল না? শীত গ্রীষ্ম বর্ষার ঠিক ভুলের জাফরিঘেরা যে জীবন, যে জীবনের কোণে থেকে থেকেই এক চিলতে অভিমান বা একখণ্ড সুখ এসে জমে সেই বাঁচার কথাই ফুটে ওঠে এইসব অক্ষরে অক্ষরে। কোনো মন কি কোথাও নিশ্চুপে ক্ষয়ে যায়? অস্তিত্বের ভিত ধ্বসিয়ে দিয়ে হঠাৎ করেই কি কিছু মূল্যবোধ হাত ছেড়ে আমাদের একা করে দিয়ে যায়? তখন কি আমাদেরও মনে হয়- ‘দোয়াত থেকে ঢেলেছিলাম বিষ / তোমার দেওয়া কলমে। / একটা দরপত্র লেখার ছিল... / নিজের বিবেকের নিলামে।’ স্বাধীন ভারতের চালচিত্র জীবনে কি কোনো নতুন মাত্রা যোগ করতে পারল?— এ প্রশ্ন লেখা থাকল গৃহহীনের লক্ষ্মীর ঝাঁপিতে, শ্রমিকের খিদে লাগা পেটে আর শিশুর চোখের অবুঝ স্বপ্নে। এভাবেই বাঁচার পথটার এধার ওধার থেকে প্রায়শই কিছু পঙ্ক্তির জন্ম হতে থাকল। কখনও অন্তমিলে, কখনও মিলের প্রকাশ্য গোপনতায় সাবলীল ভঙ্গিতে আটপৌরে শব্দে উঠে এল অনুভবী মনের কিছু খড়কুটো এইসব কবিতার আকারে। ভাবনা ও ভবিতব্যের কিছু স্বতঃস্ফূর্ত সংলাপ ছড়ানো রইল কোনো এক সমমননের অপেক্ষায়।
আকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1.2 (h)