Akti Malin Khoi
লেখক : দিলীপ বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : 64
‘যেন ঘুম থেকে সদ্য উঠে এল, এমনই বিহ্বল আজ চাঁদের মুখ’– যেন সেই মুখে খুঁজে পাওয়া যাবে, যারা প্রেমে ক্রোধে অভিমানে বাকরুদ্ধ হয়ে মারা গেছে'—তাদেরও ছবি। তাই শরৎকালের ফেরিওয়ালার জন্য অপার অপেক্ষা কবির। যখন জ্যোৎস্নায় বাতাস ভিজে উঠলে ডোকরার গৌরী মূর্তির মতো কোনো এক ‘তুমি’র সঙ্গে দেখা হয়ে যাবে। আর বসন্ত উৎসব ঘিরে শান্তিনিকেতনের কালো আবিরের স্মৃতি ক্রমশ ক্ষীণ হয়ে উঠবে তখন। অজর-অমর-বিরহ ব্যথারাই ঘোর কৃষ্ণচূড়া হয়ে ফুটে উঠবে বলেই বিশ্বাস কবি দিলীপ বন্দ্যোপাধ্যায়ের। ‘জারুলের গাছে নীল ফুল ফুটলে ভালোবাসি বলতে ইচ্ছে করে’—এমন ইস্তাহার এ কাব্যগ্রন্থের প্রতিটি মলিন খৈ-এর বড়ো গভীরের কথা। তাই প্রতিটি ব্যথার বুক চিরে ‘একটা পাখি কেবল আলোবাতাস আলোবাতাস ডাকতে ডাকতে অনেক আকাশ পার হয়ে’—সেই ‘তুমি’-টির গাঁ ঘেঁষে এসে দাঁড়ায়। কারণ কবি নিশ্চিত জানেন—তুমি জন্ম জন্ম আমারই স্ত্রী-কন্যা-মাতা। আমারই আমারই, এই শূন্য গগনে মেঘমালা।’
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)