Udashin Sakkhatkar
লেখক : স্রোতস্বিনী চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 64
ফেলে আসা সময়টা নেহাতই কিছু কথার কথা হয়ে থাকে যায়। কত কথা বোঝানোর আগেই হাত থেকে হাত ছেড়ে যায়। শূন্যতা, ধূসরতা নিয়ে গোধুলির আলো এসে পড়ে মনকেমনের ঘরে। যে-আকাশ আকাশে আকাশে ছড়ানো, যে- রাস্তা পায়ে পায়ে গক্তব্যহীন হয়ে যায়। তারা এসে ভিড় জমায় আঁকার খাতায় খাতায়। তারপর, আরও বেশকিছু বছরের পর কোনো এক পৃথিবীর কোণে দাঁড়িয়ে তাঁর মনে হয়—ছুটি ফুরোবার সময় আকাশের সামনে দাঁড়ালে, কিংবা / প্রিয় হাতছানি দেওয়া কোনো ঘর দেখলে, / রাস্তাবিহীন বিশ্বাসের সামনে দাঁড়িয়ে যখন ওনার মনে পরে,/ কার যেন আসার কথা ছিল? কার যেন? কে যেন আসেনি? / তখন এই সমস্ত রং হয়ে ওঠে নির্জন পৃথিবী/ এই সমস্ত রং হয়ে ওঠা সাদা পৃষ্ঠার জন্মান্তর। এভাবেই বিকেলের ভাঁজে সকাল ঢাকা পড়ে, অন্ধকারের বুক থেকে প্রদোষ জেগে ওঠে। জন্মমৃত্যু ও জন্মান্তরের এই নিত্য খেলাঘরে আসর বসে, আড্ডা ফোরায়। আত্মীয়তার গন্ধ মাখা মন বিচ্ছেদে হাত রেখে ফিরে তাকায়। আনমনেই বলে ওঠে— আমি বুঝতে পারি,/ মৃত্যুর পর / মানুষের ভেতরকার মানুষ / কীভাবে উড়ে বেড়ায়/ আসলে মৃত্যুর চেয়ে বড়ো হৃদয় আর কারোর নেই। সেই আসা-যাওয়া আর থমকে থাকার টুকরো মুহূর্তদের নিয়েই অক্ষরের বাসায় কিছু কবিতা এসে জমে। মন-বিনিময়ের সাঁকো ধরে শুরু হয় কিছু আনমনা মনের যাতায়াত।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)