Imone Kedaray Behage Bahare
লেখক : নীলাঞ্জন মুখোপাধ্যায়
পৃষ্ঠা : 104
নীলাঞ্জন নবীন কবি নন, তবু প্রাণবন্ত তারুণ্যের নানান সত্য ছড়িয়ে থাকে তাঁর গদ্যে। মুখের কথার টানে মেধাবী বিচ্ছুরণ, লঘু - গম্ভীর চপল মদির মায়াবী আলোর আবহ আসে এইসব রচনায়। রাজবাড়ীর ভূত পেত্নী প্রসঙ্গ আধুনিক কবিদের কোলাহলে, চলাচলে মিলে যায় কোথাও কোথাও। গদ্যের লালিত্য বিষয়গুণে আত্মস্থ করে নেয় প্রেম - প্রীতির প্রসারিত পরিণাম,প্রত্যেক প্রজন্মের ব্যথাবন্দিত সত্য।সুনীল - শক্তির স্মৃতিকথায় ফিরে আসে ছোটবেলা থেকে প্রথম যৌবন। আড়ালের আলোছায়ায় স্পন্দিত হন বিভূতিভূষণ, চিরন্তন দেবযান। সব মিলিয়ে, এই ছোট্ট বইয়ে, চোখের দেখা প্রাণের কথায়, জীবন যেন প্রতিদিনের উৎসব।
আকার : 17(h) × 12(w) × 0.6 (d)