Americay Bhramanachmn লেখক : বসন্তকুমার রায় পৃষ্ঠা : 178 ‘আমেরিকায় ভ্রমণাচমন’ গ্রন্থটি পর্যটক নন্দকুমার সাউয়ের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা ভাষায় লিপিবদ্ধ করেছেন লেখক বসন্তকুমার রায়। ভ্রমণকাহিনি লেখার ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন বসন্তকুমার রায়। ভ্রমণকাহিনি লেখার পাশাপাশি সাহিত্যের অন্যান্য বিভাগে রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। ২০০৫ সালে উত্তর আমেরিকা ভ্রমণে যান নন্দকুমার সাউ। এই সফরে তাঁর সঙ্গী ছিলেন বন্ধু মহিমবাবু। নন্দকুমারের অনুরোধে তাঁর অভিজ্ঞতার কথা লেখার পরিপ্রেক্ষিতে লেখক জানিয়েছেন, এই লেখা মাত্রই এক অকপট অভিজ্ঞতার জেরক্স কপি ও এর প্রকাশ কাউকেই কোনো রকম আঘাতের জন্যে নয়। তাই, যদি কারও জীবনের ও কোনো ঘটনার সঙ্গে মিল ও পারম্পর্য দেখা দেয়, তবে সেটা উক্ত পর্যটকসহ আমার সাহিত্যিক অসহায়তা মাত্র’। উত্তর আমেরিকার প্রসিদ্ধ স্থানগুলি সম্পর্কে বিশদ বিবরণের পাশাপাশি, সে দেশের প্রকৃতি, জনজীবন, সংস্কৃতি ও স্থাপত্যকলা সম্পর্কে অনেক তথ্য পরিবেশিত হয়েছে অত্যন্ত সুচারু ভঙ্গিমায়। ওয়ার্ল্ড সেন্টারের ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে নিদারুণ অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করা হয়েছে। নিউইয়র্কের গগনচুম্বী ইমারত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের বর্ণনার পাশাপাশি বইটিতে রয়েছে সে দেশের সাধারণ নাগরিক জীবনের সুখ-দুঃখের টুকরো টুকরো ছবি। ওয়াশিংটন সহ প্রধান শহরগুলির জীবনযাপনের পাশাপাশি উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রকৃতি ও জীবনযাপনের কথা নিপুণ কথাশিল্পীর দক্ষতায় বর্ষিত হয়েছে বইটিতে। ভ্রমণ সাহিত্যের প্রতি যাদের বিশেষ অনুরাগ, তাদের কাছে বইটি অবশ্যই সংগ্রহযোগ্য হয়ে উঠবে। আকার (cm) : 14 (l) X 22 (b) X 2.2 (h) |