Amar Rabithakur
লেখক : তন্ময় চক্রবর্তী
পৃষ্ঠা : 72
এ যেন এক নিপুণ কারিগরের কিংবা শিল্পীর হাতে কাটা ও পালিশ করা ঝকঝকে হিরে। হাতে নিলেই বিভিন্ন কোণ থেকে বিভিন্ন রঙের আলো এসে পড়ে চোখে। সে আলোর রয়েছে এক অবিশ্বাস্য সৌভিকমায়া। এ কাব্যগ্রন্থে কবির সম্পর্কে বলা যায় তিনি যখন এই কবিতাগুলো রচনা করেছেন, তার আগে যেন গান গেয়েছিলেন—'আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে।' আর কবিতার রচনা শেষের পড়ে যেন গান গেয়েছেন—আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও’ । সত্যিই তাই, তরুণ এই কবি কলমে কালি নয়, আলো ভরে যেন কবিতাগুলো রচনা করেছেন। বাংলা ভাষায় এ এক বিরলতম বই। যেখানে রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন চরিত্রের হয়ে তন্ময় চক্রবর্তী কবিতাগুলো লিখেছেন। সে সব লেখায় কখনও শমীন্দ্রনাথ কখনও মাধুরীলতা, কখনও শান্তিদেব, কখনও লুসি স্কট, উইলফ্রেড ওয়েন আবার কখনও বাইশে শ্রাবণ উঁকি মেরে গিয়েছে। ছাপ্পান্নটি কবিতাই স্বয়ং রবীন্দ্রনাথকে নিয়ে রচিত। যেন তন্ময়ের মধ্যরাতের নির্জন লেখার টেবিলের ল্যাম্পশেডের ওপাশে স্বয়ং কবি মুখে মৃদু হাসি নিয়ে বসেছিলেন। যেন তন্ময় তাঁকে গান শুনিয়েছেন—'তুমি আমাদের পিতা তোমায়...।আর টেবিলের ওপাশে তিনি তন্ময় হয়ে তখন এই বইয়ের কবিতাগুলো পড়ছিলেন। রবীন্দ্রনাথ এবং তরুণ গ্রন্থপ্রণেতা—দুজনের কেউই খেয়াল করেননি, কখন তাদের ঘরের দরজার পাশে এসে দাড়িয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়।
আকার (cm) : 16.5 (l) X 21.3 (b) X 1 (h)