Amar Nagnata Dhanko
লেখক : বরুণ দে
পৃষ্ঠা : 64
জীবন ও মৃত্যু দিয়ে কবি যেন তৈরি করে নিয়েছেন নিজের মন্দিরা। সেই মন্দিরার ধ্বনি-প্রতিধ্বনিই যেন তাঁর কবিতা। জীবনের পাশে মৃত্যু, মৃত্যুর পাশে জীবন তাঁর কবিতায় জেগে ওঠে ভিন্নমাত্রিক ব্যঞ্জনায়। সেই ব্যঞ্জনা প্রায়শই নিরাকার, নিরাবয়ব। অনুভূতি আর অভিজ্ঞতায় তা মূর্ত করে তোলেন কবি। গোধূলির আড়ালে শবযাত্রীরা চলে-ফেরে কবিতায়। ছাদে-মেলে- দেওয়া হলুদ-শাড়ির ওড়ার মধ্যেও যেন মৃত্যুর ছায়া লেগে থাকে। শব্দ তাঁর কবিতায় অব্যর্থ ব্রহ্মের মতো, তা নানা-রঙে এঁকে ফেলে বিচিত্র চিত্রকল্প। শ্মশান আর গর্ভ তাঁকে দুদিক দিয়ে ডাকে। কবি যুগপৎ দু-দিকেই চলে যান।
আকার (cm) : 16 (l) X 21 (b) X 1 (h)