আগুন নিভে আসছে

  • Sale
  • Regular price Rs. 100.00
Shipping calculated at checkout.


Aagun Nibhe Asche 

লেখক : বরুণ দে

পৃষ্ঠা : 96

'আমার সঙ্গে আকাশের এক/অলিখিত চুক্তি আছে।/ যেমন পাহাড়ের সঙ্গে মেঘেদের/নদীর সঙ্গে ঘাটের/অথবা গাছের সঙ্গে পাখির। কবি বরুণ দে-র কাব্যগ্রন্থটির প্রথম যে দিকটি পাঠকের হৃদয়গ্রাহী হয়ে উঠবে, সেটি হল তাঁর আন্তরিক উচ্চারণ। এই উচ্চারণে অহেতুক জটিলতা নেই, আছে নিবিড় এক নিবেদন। নানা স্মৃতি, নানা টুকরো ঘটনাবলিতে তিনি অনায়াস দক্ষতায় কবিতায় আশ্রয় দিয়েছেন। নিঃসঙ্গতা এবং একাকী পথ চলার মধ্যে জমে ওঠে বিস্তারিত অভিজ্ঞতা। অভিজ্ঞতাকে কবিতায় রূপান্তরের ভাষাটি রপ্ত করেছেন বরুণ। এই কাব্যগ্রন্থেই তাঁর উচ্চারণ, ‘মেঘেদের সঙ্গে গল্প করতে করতে/এগিয়ে এসেছি তাও বেশ কিছুটা পথ।/তারপর, তারাও চলে গেছে দূরে আকাশের সঙ্গে ঘর বাঁধতে।’ দৃশ্যকল্প নির্মাণে, শব্দচয়নে মুনশিয়ানার পরিচয় আছে কাব্যগ্রন্থটিতে। প্রত্যক্ষ রাজনীতি- সমাজনীতির কথা বলতে চাননি কবি কিন্তু অশান্ত সময়ের ছবি ঘুরে ফিরে এসেছে তাঁর কবিতায়। অশান্ত সময়ের প্রেক্ষিতেই কবিতায় তাঁর আর্তি, তবে কি শূন্যে হারিয়ে যাবে এত প্রচেষ্টা!/ তার চেয়ে তুমি নাও হে পুরোহিত/ এই শান্তিকামী কবির হাড়, মাংস আর/ রক্ত। অন্যদিকে রোমান্টিক বরুণের কবিতায় বারবার ফিরে এসেছেন তার কাব্য-প্রতিমা মনীষা। পথিক ২-এ কবি লিখছেন, ‘অতএব ভালোবাসাকেও সঙ্গে নেওয়া।/শেষে ভালোবাসার আবদার,/যদি যেত আমাদের সঙ্গে মনীষা। ছফর্মার বইটি কবিতা- প্রেমিক পাঠকের সঙ্গী হতে পারে নিঃসন্দেহে।

আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.5 (h)