ALPO SWALPO GALPO
লেখক : সোমা সিদ্ধান্ত বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : 110
মোট ছাব্বিশটি গল্প আছে এই সংকলনে। কিছু তন্বী, ইদানিং যাদের নামকরণ হয়েছে ‘অণু-গল্প’। কিছু ঠিক ততখানি তন্বী নয়, তবে পৃথুলাও নয়। সময়ের বিচারে প্রথম গল্প ‘ভালো ছেলে’। শেষ গল্প ‘চিঠি’। সময় যত এগিয়েছে,গল্পেরা ক্রমশঃ স্বাস্থ্যবতী হয়েছে। অনেক গল্পের মধ্যেই করোনার অনুষঙ্গ ঘুরে ফিরে এসেছে। বলা বাহুল্য, সেগুলি কোভিড- কালে লেখা। গল্পগুলি মোটের ওপর শহুরে। সাদামাটা মধ্যবিত্ত যাপন, দাম্পত্য, প্রেম, বিচ্ছেদ এবং বিষাদ অধিকাংশ গল্পের বিষয়বস্তু। রাজনীতি এসেছে একটি মাত্র গল্পে, ‘রসিককৃষ্ণের মোবাইল’। নিম্নবিত্ত বাঙালি মুসলমানের কথা উঠে এসেছে ‘গরম ভাত’ এবং ‘কুতুব ও জাহিরা’ গল্পে। অনেকগুলি গল্প শুধুমাত্রই সংলাপ-নির্ভর। আবার অনেক গল্পের মূল সুর ধরিয়ে দিয়েছে কবিতা। ওই বিশেষ কবিতাটি না থাকলে হয়তো গল্পটিও লেখা হতো না। কবির কাছে ঋণ-স্বীকার করা হয়েছে গল্পগুলির শেষে। প্রকাশ্যে ঋণ-স্বীকার করা যায়নি যাঁদের কাছে, তাঁরা এই গল্প গুলির চরিত্র। লেখক এঁদের কাছে কৃতজ্ঞতায় নতজানু।