Andhakarer Poshak
লেখক : শৈলেন সরকার
পৃষ্ঠা : ১১২
অন্ধকার গিলে নেয়, টেনে নেয় গভীরে। সে তখন তলিয়ে যাচ্ছে। একা। একটা পাগল একা কী সব খুঁজে যাচ্ছে সর্বত্র। ফাঁকা প্ল্যাটফর্ম, রাস্তা, বাসস্ট্যান্ড। কী এত খুঁজছে সে? কী জমা করছে ওর পিঠের ব্যাগে? কাদের খবর? পৃথিবীর সবার সব গোপনীয়তা নিয়ে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে সে। সে থাকে ছায়া হয়েই। অন্ধকারের সবকিছুই তখন ছায়া। ছায়া দিয়ে তৈরি গাছ- গাছালি-ডাল-পাতা। আকাশের গায়ে ছায়ার শরীর। কিন্তু কেউ তো ডাকবে তোমাকে? যে-কোনো মুহূর্তেই তো কারও ডেকে ওঠার কথা। শরীর ছাড়া এখন শুধুই ছায়া। এক অন্ধকারের গর্ভে তোমার জন্ম আর জীবন তোমাকে মৃত্যু নামক আর এক অন্ধকারের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। অন্ধকারের নিজের হাতে গড়া এই শরীরের পোশাক অন্ধকার দিয়েই তৈরি। অন্ধকারেই জন্ম তোমার। এই অন্ধকারের বাইরে আছে কি কিছু? অন্ধকার অন্ধকারে বেড়ে ওঠা জীবন কি এর বাইরে খুঁজতে চাইছে কিছু ? পরিচিত ছকটাকে ভেঙে অজানা অচেনা এক সমাজ প্রতিষ্ঠায় অবিচল এক বিপ্লবীর এক অন্ধকার থেকে আর এক অন্ধকারে হারিয়ে যাওয়ার কাহিনি।
আকার: 21.8 (h)× 14 (w)× 1.5 (d)