Antare Tumi
লেখক : ড. শিপ্রা সেন ধর
পৃষ্ঠা : 64
‘তোমার সুরের মাঝে দাঁড়ালে/ সরে যায় আমার সকল মিথ্যে,/ সরে যায় বটে আমার/ সাজিয়ে-কথা-বলার সংসার।’ সংগীতসহ অন্যান্য বহু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থেকেও কবিতাচর্চা তাঁর অন্যতম নেশা। এটি তাঁর প্রকাশিত অষ্টম কাব্যগ্রন্থ। অজর অমর অক্ষয় অব্যয় রবীন্দ্রনাথ কবির দিনের চিন্তা, রাতের স্বপ্ন। রবীন্দ্রনাথ, শুধুমাত্র রবীন্দ্রনাথ মন্থন করে তুলে আনেন তিনি অমৃত, জীবনে বেঁচে থাকার অমোঘ রসায়ন। রাবীন্দ্রিক শিপ্রার মানসলোক জুড়ে রয়েছেন রবীন্দ্রনাথ। এই গ্রন্থের সব কটি রচনাই নির্মিত হয়েছে। রবীন্দ্রনাথের সৌন্দর্যতত্ত্বকে আশ্রয় করে। সহজ কথায় সরল চিত্রকল্পে কবি গেঁথেছেন রবীন্দ্ৰমাল্য। নিজস্ব বৈভবে তাঁর প্রতিটি কবিতাই গভীর ব্যঞ্জনা বহন করে। রবীন্দ্র-অনুরাগী এবং অনুভবী পাঠক রস আস্বাদন করবেন কাব্যগ্রন্থটি পাঠ করে। যেভাবে রবীন্দ্রনাথ শিরোনামে তিনি পাঠকের কাছে আবেদন রেখেছেন, ‘উৎসর্গ করি নিজেকে প্রতিদিন/ চিরদিনের দেবতার কাছে/ ছোটো- আমিটিকে মিলিয়ে দিই/ বড়ো -আমির সাথে/ এসো সার্থক করি/ ক্ষুদ্র এ জীবন, যেভাবে রবীন্দ্রনাথ...'।
আকার (cm) : 14.5 (l) X 22.5 (b) X 1.2 (h)