Adbhut Kabijanma
লেখক : দেবকুমার সোম
পৃষ্ঠা : 96
চেতন থেকে অবচেতন ছুঁয়ে আলো ছায়ার জাফরি কাটা চলে। পথে পথে কত স্মৃতি ধুলোর মতন পড়ে থাকে। বহু অসমাপ্ত উদ্যাপন, অনেক অফুরান প্রতীক্ষা আর প্রেমের মতন জম্পেস কিছু চাহিদা ঘিরে জীবন ঘনায়। তৃণার স্কুল দুর্গ হয়ে যায়। ওপারে থাকে স্বপ্নে-মেশা রাইকিশোরী প্রেম। চায়ের কাপে আর সিগারেটের ধোঁয়ায় ভাবনারা অনুদিত হয়। হস্তমৈথুনের নিঃসঙ্গতা সঙ্গী দাবি করে। পথ মিলিয়ে দেয় বিধু বোষ্টমিকে। ‘তারপর কামে ঘামে বন্ধন ঘোচে/ আমার ব্রহ্মচর্য শেষ হয় তার শরীর বন্দিশে’। তবু বাপ-মা-হারা ভিখিরি মেয়ে আত্মজার স্পর্শে কবিকে ছুঁয়ে যায়। ইন্দ্রিয়-ঘেরা বাঁচার প্রতি স্বাদেই বিস্ময়। তবু নেশাড়ু সময়কে কবি ভরসা করতে ভয় পান। লেখেন- ‘মোম আলোয় আমার কুড়িয়ে পাওয়া মেয়েকে কাছে টানি। / ...হয়তো কাল সকাল এসে পাল্টে দেবে এমন সরল সমীকরণ। মুছে দেবে আমাদের পাপহীন সময়যাপন। এভাবেই আত্মা, ক্লোন, মা আর ঈশ্বর পরস্পরের হাতে হাত রাখে। বোন আর বাবার অপেক্ষামাখা পাঁচ ভাড়াটের টিনের চালা হাত বাড়িয়ে ডাকে। ঘরে ফিরতেই হয় তখন। অনুভবের রঙে খুঁজে পাওয়া চলার পথের সব আকস্মিকের খেলা শব্দে শব্দে বাঁধা পড়ে এই কাব্যোপন্যাসে। পাঠকও পায়ে পায়ে ক্রমে পেরোতে থাকেন কবিজন্মের অদ্ভুত কিছু মেঘলা বাঁককে। প্রেম কি মেলে? নাকি দিগন্তের রেখার মতো ভ্রম জাগিয়ে সে আরও দূরে সরে যায় আবারও?
আকার (cm) : 9.5 (l) X 21.5 (b) X 1 (h)