HemantaBelay
লেখক : পৃথা কুণ্ডু
পৃষ্ঠা : ১২৮
বাঙালির সাংস্কৃতিক গৌরবের অন্যতম ‘আইকন’ হেমন্ত মুখোপাধ্যায়—তাঁকে নিয়ে ছোটো-বড়ো একগুচ্ছ নিবন্ধ একসঙ্গে, দু-মলাটের মধ্যে। গান শুধু শোনার নয়, গান ভাবারও। তেমনই শিল্পীর জীবন শুধুমাত্র যাপনের নয়, অনুধাবনেরও। সাধারণ জীবনচরিত বা স্মৃতিচারণ থেকে ভিন্ন পথে হেঁটে, এই সংকলনের এক-একটি নিবন্ধে ধরতে চাওয়া হয়েছে ব্যক্তি-ইতিহাসের আতস কাচ দিয়ে, আধুনিক বাংলা গানের পথচলার সূত্রে বৃহত্তর এক সাংস্কৃতিক ইতিহাসকে। কীভাবে এক কিংবদন্তি শিল্পী ও সুরকার তাঁর জীবন ও কর্মে ধারণ করেছেন বাঙালির জনপ্রিয় সংস্কৃতির বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পর্বকে, কীভাবে তাঁর ব্যক্তিত্ব ও জীবনযাপন হয়ে উঠেছে এক যুগরুচির প্রায়-সমার্থক, কীভাবে তাঁর সুর ও গানে আত্তীকরণ ঘটেছে বাংলা ও বাংলার বাইরে প্রবহমান বিচিত্র সাংগীতিক ধারার, কীভাবে অকৃত্রিম বাঙালিয়ানার সঙ্গে মিশেছে সর্বভারতীয় এবং আন্তর্জাতিকতার আবেদন— এই সব কিছুকে ছুঁয়েই সুরের ভেলায় পাড়ি দেওয়ার সামান্য প্রয়াস এই ‘হেমন্তবেলায়’। আবহসংগীত, ‘থিম সং', গীত, গজল, স্তোত্রগান, আঞ্চলিক ভাষার গানসহ তাঁর বহুমুখী সুরবিহারের বিভিন্ন স্বল্প আলোকিত দিক উঠে এসেছে এই বইতে।
আকার: 21.8 (h)× 13.8 (w)× 1.5 (d)