লেখক : প্রভাতকুমার মুখোপাধ্যায়
পৃষ্ঠা : 64
নির্দিষ্ট ছক কাটা ঘরে বসে যারা কবিতা চর্চা করছেন, প্রভাতকুমার মুখোপাধ্যায় সে গোত্রভুক্ত নন। অনেক কম উচ্চারণেও হৃদয়ের গভীর প্রদেশ থেকে তিনি তুলে আনতে পারেন অনুভব কথামালা। কাব্যগুণ সমৃদ্ধ সে কথামালায় বিষাদের ঘনছায় এবং আশাবাদ প্রায় সমান লয়ে এগিয়ে চলে। তাঁর কবিতায় ফেলে আসা জীবনের টুকরো স্মৃতিগুলি পাঠক মনে আলোড়ন তুলতে প্রবলভাবেই সমর্থ হয়। কারণ শব্দ চয়নেও অব্যর্থ নিশান প্রভাতকুমারের। স্মৃতিময়তার মেঘ তাঁর কবিতায় কখনো আলো-আঁধারির জাল বিছিয়ে দেয়। কখনো মেঘ উধাও হয়ে ঝলমল করে ওঠে আলোর উৎসব। একই সঙ্গে সমকালীন সময়ের অস্থিরতা, সমস্যা কবিতায় এসেছে স্বাভাবিক ভঙ্গিমায়। স্মৃতি নিয়ে তাঁর নিজস্ব উচ্চারণ, ‘স্মৃতি সেই নিপুন ভাস্কর এবং / আদিম সংগ্রাহক/ সাফসুতরো তুলে রাখে যাবতীয় ধূসর রঙের বোতল’। জীবনের নানা উত্থান-পতন, আনন্দ-বিষাদ, শোক-অভিমান পর্বের কথা কবিতায় এসেছে সহজাত ভঙ্গিমায়। ‘স্বপ্ন ছাড়া ছিল না কোনও নিজস্ব বৈভব / আর অশ্রুরুহ জেনেছি সব দুঃখ-ঠিকানা / এমনও তো নয় যে কানাগলিতে কখনো ঢোকে না রোদ।’ স্মৃতি ও স্বপ্নময়তায় গাথা প্রভাতকুমারের ‘স্মৃতি শব্দের আরশিতে’ কাব্যগ্রন্থটি কবিতা পাঠকের কাছে যথেষ্ট সমাদৃত হবে বলে আশা করা যায়।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)