Cinemar Argentina
লেখক : অনামিকা বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা : 96
ফুটবল, সাহিত্য, তাঙ্গোয় সরগরম চে গেভারার জন্মদেশ আর্জেন্তিনা। চে’র প্রায় কানায় কানায় জনপ্রিয়তা তারও ফুটবলের সম্রাট দিয়াগো মারাদোনার। তারপর প্রায় সমাধিক জনপ্রিয় লোকনৃত্য তাঙ্গো। রয়েছে লোকগান, লোকনাটকও। আর অনিবার্যভাবেই সিনেমা-স্বমহিমায়! সাহিত্যে যেমন বোরহেস, কোর্তাজার, মানুএল পুইগ সিনেমায় তেমনি ফের্নানেগা বিররি, সোলানাস। লাতিন আমেরিকার অন্যান্য দেশের মতোন তাদেরও সন্ধান মূলত আত্মপরিচয়ের স্মৃতি অনুন্নয়নের। আত্মপরিচয়বিমুখী বাঙালি থেকে থেকেই গরম হয়েছে লাতিনোদের বৈপ্লবিক কর্মোন্মাদনায়, তৃতীয় বিশ্বের ভ্রাতৃত্ববোধে। সেই বোধই বারে বারে আমাদের উসকে দিয়েছে। সিনেমার আর্জেন্তিনাকে খুঁজে দেখতে। এবারে একাজে সামিল হয়েছেন অনামিকা বন্দ্যোপাধ্যায়। লেখিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্রচর্চা বিদ্যাবিভাগের প্রাক্তন ছাত্রী। বর্তমানে চলচ্চিত্রের অধ্যাপনার সঙ্গে যুক্ত। ১৯৯৪ সালে মহান চলচ্চিত্রী মিকেলেঞ্জেলো আন্তনিওনি ও ফের্নান্দো সোলানাসকে অত্যন্ত কাছ থেকে দেখার ও সংস্পর্শে আসার সুযোগ পান। চলচ্চিত্র ছাড়া চর্চা করেন বাংলা কবিতা ও ভারতীয় উচ্চাঙ্গসঙ্গীত। ভালোবাসেন বাংলার লোকশিল্প। আদিবাসী জীবনচর্চা জীবন ও প্রেম সম্পর্কে তাঁর দৃষ্টিকে পাল্টে দিয়েছে। মহাকাশ তাঁর অন্যতম ভাবনার বিষয়। বিশেষ একটি অলীক আশাকে লালন করেন-জীবনে একটিবার জঁ লুক গোদারের সাক্ষাৎ লাভ।
আকার (cm) : 12 (l) X 17.5 (b) X 0.8 (h)