Shrabonjal, Aamake Nao
লেখক : অনিন্দিতা গুপ্তরায়
পৃষ্ঠা : 64
একেকটা বেঁচে থাকা মৃত্যুকে ছাপিয়ে এত ভারী। কবি অনিন্দিতা গুপ্তরায় তাঁর নিজস্ব কাব্যভাষার জোরেই পাঠক-মহলে একটি জায়গা করে নিতে পেরেছেন। টানা এক বিষাদ, অদ্ভুত আকর্ষণ নিয়ে জড়িয়ে থাকে তাঁর কবিতার শরীরে। ‘এসো স্তব্ধ থাকি শিরোনামে তিনি লেখেন, ‘এসময় স্তব্ধতা ছাড়া কোনো নির্মাণ/ বানাতে পারি না, তুমি জানো। আশ্চর্যজনকভাবেই ‘স্তব্ধতা নির্মাণে’র কৌশলটিও তিনি রপ্ত করেছেন। অনায়াসে কবিতার জন্য শব্দ তুলে আনতে পারেন গহন প্রদেশ থেকে। ‘গভীর কথাগুলো সহজভাবেই বলা যায়’—এই কাব্যগ্রন্থেই জানিয়েছেন তিনি। গভীর কথাগুলো সহজভাবে বলার জন্য অবশ্যই পেরিয়ে আসতে হয় দুরূহ অভিজ্ঞতার পথ, দহনের দিনরাত। অনিন্দিতার কবিতা পড়লেই বোঝা যায় তাঁর কবিতার আপাত-সরল ভঙ্গিমার নীচে জমাট বেঁধে আছে বহু ক্ষরণের স্মৃতি। এই বইয়ে ‘অ-রাজনৈতিক শিরোনামে তিনি লিখেছেন, ‘যা আসলে প্রবল ভাঙন/ তুমুল জলোচ্ছ্বাসে চুরমার হতে হতে/ আছড়িয়ে পড়া—/ তুমি তাকে ভুল নামে ‘কান্না’ বলে ডাকো। ‘নৈঃশব্দ্যযাপন’ রোমান্টিক অনিন্দিতার উচ্চারণ, ‘নৈঃশব্দগুলো জুড়ে জুড়ে নির্জন গাছ।/ কাঠুরিয়া পাখি তার তার হৃদয়ে বসেছে/ স্পন্দমান ঠোঁট শুধু ঠুকরে খুঁজেছে/ লার্ভার চলাচল, ঘুম’।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)