Sharirer Batighar
লেখক : শবরী রায়
পৃষ্ঠা : 80
‘হৃদয়, হৃদয় তেমন কিছু নয়/ পুঁতে দিলে বটবৃক্ষ যদি/ পুড়িয়ে দিলে ছাইভস্ম হয়। হৃদয়- হৃদয় বিষয়ক পঙ্ক্তিমালাই এই কাব্যগ্রন্থটির প্রাণভ্রমর। শরীরের বাতিঘরে রয়েছে শবরী রায়ের ১৪৪টি কবিতা। আলাদা কোনো শিরোনাম নেই কবিতাগুলিতে। প্রয়োজনও হয়নি। অল্পকথায় শরীরের, গভীর বাতিঘরের কথা বলেছেন শবরী। অদ্ভুত মোহিনীময় ভাষা তাঁর। ইশারা-সংকেতে খুলে দিতে জানেন অর্গল। বড়ো বেদনাময় শৈল্পিক সে ইশারা-আবেদন। ভেসে যেতে ইচ্ছে করে। হ্যাঁ, যৌনতা আছে তাঁর নিজস্ব সৌন্দর্যকে উজ্জ্বল রেখে। অতি- উচ্ছাসের প্লাবন নেই, শব্দের জাগলারি নেই, নেই অতিকথন- প্রবণতা। ‘স্বপ্নের মাঝে অন্যের হাত/ বদলেই গেল স্বপ্নের মানে’– স্বপ্ন, স্বপ্নভঙ্গ নিয়ে তাঁর নিবিড় উচ্চারণে খেলা করে যায় নেশাময় এক বিষাদ। যে বিষাদ কবিতাকে সমৃদ্ধতর উচ্চতায় পৌঁছে দেয়। এই কাব্যগ্রন্থটিতেই রয়েছে, ‘অক্ষরে লুকোয় সে জল/ ভেজে নাকি ম্লান অক্ষর/ ফাল্গুনে লগ্ন আবির/ বালুকণা দূর মরুভূমি.../ উড়ে চলে/ উড়ে চলে শূন্যের পথ/ কাছেই তো ছিলে তুমি’।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.3 (h)