Shankha Legeche Chande
লেখক : শবরী রায়
পৃষ্ঠা : 96
শবরী রায় অনেকদিন লিখছেন। লিখতে লিখতে তাঁর ভাষা-ব্যবহারে এখন মসৃণতা এসেছে। এখন তিনি বলতে পারেন আমার গান পাড়া বেড়াতে গেছে। এখন তার গান ‘নিজেই নিজেকে গাইতে গাইতে/ পিঠে ডানা লাগিয়ে উড়ে গেছে।’ নিজের লিখনশক্তির ওপর একধরণের বিশ্বাস এখন তাঁর এসেছে যে বিশ্বাস থেকে বলা যায় ‘মরা-মাংস খাওয়া সার্কাসের-বাঘদের সঙ্গে বন্ধুত্ব আমার / অন্ধকার দিয়ে আমি অন্ধকারকে চিনি’। এখন তিনি জানেন ‘সবকিছু সত্যি নয় আবার/ সব মিথ্যেও নয়। কেউ ঢ্যাঁড়শ আর সিমের বীজ লাগাতে চেয়ে মাটি তৈরি করে। কেউ দেয়ালে নাগকেশরের ছবি টাঙায় আর সেখানে দলে দলে ভ্রমর এসে বসে। আর, এই সাময়িক বাগান থেকে সবাই/ তাদের সাময়িক বাড়িতে ঘুমোতে যায়। নিজেকে এভাবে বর্ণনা করতে পারেন এই কবি ‘আমার মোটা মোটা বিনুনির গোড়ায় অব্যয়ের ফুল’, সর্বনাম দিয়ে যারা তাকে ডাকত, কে জানত তারা কেউই পাশে থাকবে না একদিন, আর বিশেষ্যের দিক থেকে চিরদিনই মুখ ফিরিয়ে ছিলেন তিনি। বহু অভিজ্ঞতা পেরিয়ে এখন তিনি এই সত্যে পৌঁছেছেন কোনোকিছুই সত্যি নয়/ কোনোকিছুই মিথ্যেঁ য়।
আকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1.3 (h)