Shakti Chottopadhyayer Kabita
লেখক : শক্তি চট্টোপাধ্যায়
পৃষ্ঠা : 382
জীবনানন্দোত্তর বাংলা কবিতার প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। বিশ শতকের দ্বিতীয় অর্ধের প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। যে ‘কৃত্তিবাস’ পত্রিকাকে কেন্দ্র করে একদিন নবজাগরণ ঘটেছিল বাংলা কবিতার, সেই ‘কৃত্তিবাস’ পত্রিকার প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত এই পত্রিকার সপ্তম সংকলনে কবি হিসেবে তাঁর প্রথম আবির্ভাব, তারপর তাঁর প্রবল উত্থানে বিস্মিত, বিহ্বল হয়ে যান সকলেই। পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাতে কিংবা ‘ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে/ মানুষ বড় সস্তা, কেটে, ছড়িয়ে দিলে পারতো’ অথবা ‘ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।/ এত কালো মেখেছি দুহাতে এতো কাল ধরে।/ কখনো তোমার করে তোমাকে ভাবিনি।’- তাঁর এইসব কবিতার লাইন এখন সব বয়সের কবিতাপাঠকের মুখে মুখে ফেরে। ভূতগ্রস্ত কবির মতো, দিব্যোম্মাদ কবির মতো অজস্র কবিতা লিখেছেন তিনি, হারিয়ে ফেলেছেনও অসংখ্য কবিতা। ‘অসংখ্য শব্দের প্রাণ আমি নিজে প্রতিষ্ঠা করেছি’— এমন অহংকারী উচ্চারণ তাঁকেই মানায়। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন ‘শুধু কবিতার জন্য এই জন্ম— এরকম লাইন আমি লিখেছি, কিন্তু নিজের কাছে এ প্রতিশ্রুতি রক্ষা করিনি, অন্য দিকে চলে গেছি। এই লাইনটি বরং শক্তির ক্ষেত্রে সত্যি। ভয়ঙ্কর খাদের কিনারা ধ’রে হেঁটে যাওয়া।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 2.6 (h)