Lukono Brishtir Chhant
লেখক : মধুছন্দা ভট্টাচার্য
পৃষ্ঠা : 64
চমৎকার চিত্রকল্পে নিজেকে প্রকাশ করতে পারেন এই কবি ‘শুকনো পাতার মরশুমে/ আগুনের ভাগ্য নিয়ে এসেছি আমি।/ তুমি লুকোনো বৃষ্টির ছাঁট/ জমে আছ শরীরের সাংঘাতিকে।’ চিত্রশিল্পী বলেই এই কবির পক্ষে সম্ভব হয়েছে ছবির মাধ্যমে নিজের মনের কথা ফুটিয়ে তুলতে, ‘উড়ন্ত শাড়ির মতো ঝাঁপিয়ে পড়ছ/ দিগন্তের তার থেকে/ আমার গোপন জানালায়’— পড়তে পড়তে মনে হয় এজরা পাউন্ড যে ইমেজিস্ট আন্দোলনের সূচনা করেছিলেন একদিন তার সার্থকতা যেন এই কাব্যগ্রন্থে ভালোভাবে লক্ষ করা যায়। মনে রাখবার মতো ছন্দমিলযুক্ত প্রেমের কবিতাও এই গ্রন্থপাঠের এক পরম প্রাপ্তি! ‘স্বপ্নে তুমি ব্রজের রাখাল/ আমিও যেন রাইকিশোরী/ কী ধুন বাজাও আড় বাঁশিয়াল/ আমিও অমন বাজাতে পারি’। কোনো কোনো কবি জানেন, কবিতায় ভারী ভারী জ্ঞানের কথা, তত্ত্বের কথা মানায় না, তার থেকে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তুললে তা পাঠকের মনে উজ্জ্বল হয়ে থাকে বহুদিন। কবিতারচনার এই মূল কথা এই কবি জানেন, তাই তাঁর কাব্যগ্রন্থটিও পাঠকের মন ছুঁয়ে যাবে।
আকার (cm) : 14.6 (l) X 21.8 (b) X 1.2 (h)