Rod Meleche Pa
লেখক : শীলা দাস
পৃষ্ঠা : 64
যে কবি ছাত্রজীবনে ছাত্র আন্দোলন, পরবর্তী জীবনে সরকারি কর্মচারী আন্দোলন এবং বর্তমানে, অবসরপ্রাপ্ত জীবনে সমাজসেবার কাজে যুক্ত, তাঁর কাব্যগ্রন্থ যে প্রতিবাদী কবিতায় ভরে উঠবে তা হয়তো সহজেই অনুমান করা যায়। স্পষ্ট, তেজি, তীব্র এই কবিতাগুলির মধ্য দিয়ে আমরা চিনে নিই কবিকে ‘সত্যি কথাটা সহজভাবেই বলতে চাই / কথাটা যতই অপ্রিয় হোক।’ কিংবা ‘অক্লান্ত সংগ্রাম করার জন্য / তৈরি আমি।’ কবি জানেন ‘আসলে যারা নীতিহীন। তারাই নীতি নির্ধারক, জানেন ‘মন্ত্রী নেতা মাফিয়ারা / একসূত্রে বাঁধা তারা’, জানেন ‘ধর্ম এক কঠিন অসুখ, / কুকুরেরা ধর্ম শুঁকে ফেরে’, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে এবং অন্য সকল সাধারণ মানুষকে তিনি তাঁর কবিতার মাধ্যমে অনুপ্রাণিত করতে চান ‘লড়াই চালিয়ে যাও, থেমো না / লড়াইতে চড়াই উতরাই আসবেই জানো / তবুও থেমো না । কারণ লড়াই থেমে গেলে / জীবনও থেমে যায় / জীবন থেমে গেলেই মৃত্যু / মৃত্যু মানেই ফুরিয়ে যাওয়া / তুমি মৃত্যুকে মেনে নিয়ো না / তুমি মৃত্যুকে জয় করো / তুমি মৃত্যুঞ্জয়ী হও।’
আকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1.2 (h)