Rupkotha
লেখক : প্রবাল গোস্বামী
পৃষ্ঠা : 80
‘জগৎ সংসার এরকমই/ কাউকে কলের ঘোড়া হতেই হয়/ কেউ চাবি দিক না দিক/ দিগবিদিক চলতেই হয়/ সমাজকে যে নিজের ভাবে/ সাফাই তাকে করতেই হয়/ নিয়মিত অম্ল ও ক্ষারে’— জীবনযাপনের মধ্যে থেকে যে গভীর সত্য উঠে আসে তাকেই ধরে রাখেন কবি তাঁর কবিতায়। জীবনকে ভেঙে গড়ে উলটে পালটে দেখতে চান কবি, চারদিকে ইতস্তত ছড়ানো শব্দেরা পাতাঝরার মতো টুপটাপ ঝরে পড়ে বুকে, আর কবি লিখে চলেন অবিরাম। বাবার সাইকেলে বসে থাকা শিশু যেমন জানে সে কোথায় যাবে, সে পথ চেনে, শুধু এটুকু বোঝে বাবা তাকে ঠিক তার গন্তব্যে পৌঁছে দেবে, সেরকমই এক সরল বিশ্বাসে কবি সুফি জীবনের আকাঙক্ষা করেন, বুঝতে পারেন সেই দুর্লভ মুহূর্ত পেতে গেলে তাকে ‘ছলের পোশাক খুলে ফেলতে হবে, ‘সমর্পিত’ হতে হবে নিজের কাছে। এভাবেই জীবনের স্বল্প পরিসরে তিনি অপার্থিব আনন্দে নিজেকে ভরিয়ে তুলতে চান।
আকার (cm) : 14.5 (l) X 21.8 (b) X 1.3 (h)