Mati Aar ManuSHer katha
লেখক : লক্ষ্মীকান্ত ভট্টাচার্য
পৃষ্ঠা : 64
‘আগুন কখনও তঞ্চকতা বোঝে না/ পোড়ে, পোড়ায়/ মুখোশ থাকে না। নির্মেদ কথন-ই তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। অথচ ঘনিষ্ঠ উচ্চারণে নির্বিকার থেকেও কবি লক্ষ্মীকান্ত ভট্টাচার্য প্রিয় মানুষের গোপন অসুখের কথাটি জানাতে ভোলেন না। নীলিম আকাশের বিনম্র প্রার্থনার মুহূর্তেও তাই তিনি লিখে ফেলেন— ‘...চতুর বাজ পাখির ডানা বাড়তে বাড়তে/ আমাদের আকাশ ঢেকে দিতে পারে।’ দীর্ঘদিন কবিতা চর্চায় মগ্ন রয়েছেন লক্ষ্মীকান্ত। ইতিমধ্যে নির্মিত হয়েছে তাঁর নিজস্ব একটি কাব্য-ভাষা। বামপন্থী সাংস্কৃতিক আন্দোলনের একনিষ্ঠ সমর্থক তিনি। সামাজিক অবক্ষয় ও কপটতার বিরুদ্ধে তাঁর সরাসরি বিদ্বেষ ঘোষিত হয় কোনও তথাকথিত আড়াল ছাড়াই— ‘বিরুদ্ধ-বাতাসে তুমি যতই ওড়াও পতাকা/ দ্বিচারিতার ঠাঁই হবে ডাস্টবিনে।’ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কবির সমাজমনস্কতা ও স্বদেশপ্রীতির পরিচয়টিও স্পষ্ট হয়ে ওঠে। নির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসে অবিচল থেকেও তাঁর কবিতা নিছক স্লোগান হয়ে ওঠেনি। মজুরের ঘামে তৈরি ইতিহাস জানে/ রক্তে যার তৃষ্ণা ভীষণ, প্রাণ দেওয়া কাজ নয় তার’। সংবেদনশীল এই কবির স্বাভাবিক উচ্চারণে রয়েছে মরমি প্রত্যয়। এই প্রত্যয়ই তাঁর পাঠককে অনুপ্রাণিত করবে।
আকার (cm) : 14.3 (l) X 22 (b) X 1 (h)