bhebe dekho nandini
লেখক : সমীরণ পাল
পৃষ্ঠা : 64
পাওয়ার ঘরবসতে কিছু আক্ষেপ এসে সংসার পেতে বসে। ক্রমে ক্রমে চেনা পড়শির মতন সেইসব হাহাকার কখন যেন চেনা সত্য হয়ে যায়। বেশ কিছুটা অপচয়ের পর মানুষ ক্রমে জেনে ফেলে— ‘সব নদী সাগর পায় না / সব ফুলে হয় না দেবপূজা / সব ঝিনুক মুক্তো হয় না / বৃথা সব প্রশ্নের উত্তর খোঁজা।/ ...সব কথা শেষ হয় না / মেটে না জীবনের অগস্ত্য-পিপাসা-/ সব প্রেম নীড় পায় না, / সব হৃদয় বোঝে না ভালোবাসা’। জেনে যায় অপমান আর আঘাতের সত্য, বুঝে যায় পাওয়ার রাজ্যে গণতন্ত্র চাওয়া শুধু বিরাট এক ভুল। ব্যক্তি ভেদে ভাঁড়ার ঘরের সঞ্চয় বদলে যায়। তাইতো সংসার ও সংসার-সীমান্তের বর্ণমালাগুলি দুই ভিন্ন দিকে মোড় নেয়। কবি লেখেন— ‘নিষিদ্ধপল্লির বর্ণমালা বড়ো বেদনার / অ-এ অপমান, আ-কারে আঘাত / ক-এ কনডোম, খ-এ খরিদ্দার, / ন-এ নির্যাতন চলে দিনরাত।’ আচ্ছা, জীবনের এইসব গাঢ় সত্য সত্যিই কি পারে মনটাকে আমূল বদলে দিতে? দৃষ্টিটাকে বিবর্ণ করে দিতে? পারে না হয়তো। তাই বহু না-পাওয়ার পরও পাওয়ার জন্য মানুষ হাত বাড়ায় আবার। আবারও মানুষের দিকেই মুখ ফেরায়। কবি শুধু জানেন— ‘উদাসী বাউল মন / খুঁজে ফেরে রূপ সনাতন, / বিশ্ব-সংসার পরিক্রমা শেষ হয়—/ মেলে না দোসর / শূন্য থাকে হৃদয়-সিংহাসন।’
আকার (cm) : 14.5 (l) X 21.7 (b) X 1.2 (h)