Bhalo Cheleder Alor Galpa
লেখক : নীলাঞ্জন মুখোপাধ্যায়
পৃষ্ঠা : 64
‘নিয়তিযানে এসেছে ভেসে প্রণয়ে পড়া নাভি/ আলাদা কোনও আবাসগৃহে অভাবী সংসারে/ জড়িয়ে আছে উদাসীনতা, স্বপ্ন-মাখা চাবি/ রাজার ছেলেমেয়েরা জানে, সুখ, সেই ওই পারে’– সংবেদনশীল নীলাঞ্জনের এরকম অনেক দুর্লভ উচ্চারণের সঙ্গে পরিচয় ঘটেছে বাংলা কবিতা পাঠকের। 'নীলাঞ্জন বহুপ্রসু। যে কোনও লিটল ম্যাগাজিনের নীলাঞ্জন মুখোপাধ্যায়'। কবিতা প্রসঙ্গে আলোচনায় লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায়। পরবর্তী সময়ে শুধু কবিতার জগতেই নিমগ্ন না থেকে নীলাঞ্জন এসেছেন গদ্যে এবং প্রকাশভঙ্গির নানান মাধ্যমে ও বৈচিত্রে; তবু তাঁর লেখালেখি প্রসঙ্গে যে কোনো আলোচনাতে তাঁর কবি পরিচয়টিকেই গুরুত্ব দিয়ে থাকেন বিদগ্ধ জনেরা। নীলাঞ্জনের লিরিক্যাল কবিতা পাঠকের প্রশংসা কুড়িয়েছে অনেকদিন আগেই। রোম্যান্টিকতা ও রহস্যময়তা তাঁর কবিতার অন্যতম উপাদান। অনায়াস ছন্দ ব্যবহারের দক্ষতা, গঠনগত নিপুনতায় কবিতাকে তিনি অন্য একটি স্তরে নিয়ে যাবার কৌশল রপ্ত করেছেন। বাংলা কবিতার তিন রকম ছন্দেই পারদশী। নীলাঞ্জন তবু মাত্রাবৃত্তেই বেশি স্ফুর্তি অনুভব করেন। 'ভালো ছেলেদের আলোর গল্প’ কাব্যগ্রন্থটিতেও নীলাঞ্জন তার অনুভবের বিচিত্র রং ও রূপকে বহুমাত্রিক কৌনিকবিন্দু থেকে উপস্থিত করেছেন।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.3 (h)