Bhalobasar Spardha
লেখক : সুস্মিতা গঙ্গোপাধ্যায়
পৃষ্ঠা : 64
ভালোবাসা এক অনন্ত অধ্যায়। এ কি এক আজীবনের সাধনা? অধ্যায় থেকে অধ্যায়ে নিজের উন্মোচন? আসলে এই ধরি ধরি মনে করেও সে প্রেমকে শরীর আর অশরীরের সীমায় সম্পূর্ণ করে কখনোই ধরা যায় না, সেই প্রেম সাধনের একতারাই সুস্মিতা রেখে গেলেন এখানে। চার অক্ষরের এই ‘ভালোবাসা’-র সমাবেশ কখনও যেন অনুভবের তীক্ষ্ণতা না হারায়, যেন শমীবৃক্ষকে চিনতে আমাদের ভুল না হয়, তাই সে বলে— ‘আমার ইন্দ্রিয়গুলিকে / অনুভব করলেই তা যেন ভালোবাসা না হয়ে যায়।’ কখনও ভাবসম্মিলনের সুর, কখনও বা অমিত, লাবণ্যের দু-একটি টুকরো যেন কাল পার হয়ে এ সময়ের দোরগোড়ায় এসে ছায়া ফেলে যায়। ব্যস্ত শহরের বুকে দাঁড়িয়ে সুস্মিতা বলে উঠলেন— ‘ভালোবাসি বলেই/ তোমার কাছে থাকব না।’ আসলে অনুভবী এক মনই ছড়িয়ে আছে সুস্মিতার অক্ষরের মধ্যে। বিচ্ছেদ তাঁর প্রেমযাপনের মূল সুর। তাই র্যাক জোড়া স্মৃতি বুকে নিয়ে সম্পর্ক ভেঙে যায়, ভালোবাসা / ভাঙে না তখনও / শুধু বিশ্বাসখানি / হয় দ্বিখণ্ডিত। আসলে হলুদ পাখির ঠোঁটে লেগে থাকা ভালোবাসার দু-একটি খড়কুটোই ছড়ানো আছে এখানে, আছে দু-একটি নিভৃতি কিংবা কিছুটা সংগোপন আর দীর্ঘ কিছু শ্বাস...
আকার (cm) : 14.4 (l) X 22 (b) X 1 (h)