Vabukbabu O Anayano Kobita
লেখক: জাইগনিয়েভ হেরবের্ট/ তরজমা- মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা: 88
‘এমন নয় যে তাঁর অপছন্দ / নৈরাজ্যবাদীদের যুবরাজের / নীল রক্ত / কিংবা এও নয় যে তার পারস্পরিক সাহায্যের তত্ত্ব সম্বন্ধে / তাঁর কোনো দারুণ ঘৃণা আছে। পোলান্ডের অগ্রগণ্য কবি জাবিগনিয়েভ হেরবের্ট। কাব্যগুণ এবং নৈতিক শক্তি তার কবিতাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। হেরবের্টের কবিতা তরজমা উপলক্ষে অনুভবী কবি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ভাবুকবাবু’ নিছকই মগজের ভাবনাতেই বাঁচেন না—তিনি যে নিছকই বায়ুভুক, নিরালম্ব, শূন্যচারী কোনো জীব নন—তিনি যে কিছু করেন, তারই জ্বলন্ত প্রমাণ এই কবিতার পর্যায়টি, যেখানে তিনি পশ্চিমি সভ্যতার এই বীভৎস মজাকে সোজাসুজি কাঠগড়ায় দাঁড় করিয়ে দ্ব্যর্থহীন ভাষায় অভিযুক্ত করেছেন। কবিতার জন্য তিনি বেছে নিয়েছেন আপাত-সরল একটি ভঙ্গিমা। কিন্তু এই সরলতার গভীরেই মেতে ওঠে তার যাবতীয় নির্মাণ ও অন্তর্ঘাত। “বিচার” শিরোনামে তাঁর কবিতাটির কয়েকটি পঙক্তি উল্লেখ করা যাক : ‘আসল বিচার চলেছিলো আমার একা কুঠুরিতে / নিশ্চয়ই তারা আগেই জেনে গিয়েছিলো রায় কী হবে/ ছোট্ট বিক্ষোভের পর তারা আত্মসমর্পণ করলো আর আস্তে-আস্তে মরতে শুরু করলো। পর-পর একজনের পর আরেকজন। আমি স্তম্ভিত হয়ে তাকিয়েছিলুম / আমার মোমের হাতের দিকে।’
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.5 (h)