Banglar Gan Bangalir Gan
লেখক : পৃথা কুণ্ডু
পৃষ্ঠা : ১২০
বাংলার গান, বাঙালির গান। বিষয়টি ব্যাপ্তি ও ভারে অনেকখানি। শাক্ত পদাবলির যুগ থেকে পঞ্চকবির কাল হয়ে আধুনিক বাংলা গানের কথা বিভিন্ন প্রসঙ্গে এসেছে স্বাভাবিকভাবেই, কিন্তু এ বই বাংলা গানের ধারাবাহিক ইতিহাস নয়। বাংলা গানের কালানুক্রমিক সারণি এখানে গুরুত্বপূর্ণ নয়। তার বদলে বাঙালির সামগ্রিক সাংগীতিক অভিজ্ঞতার বিশেষ কিছু দিক উঠে এসেছে এই বইতে। গানপাগল বাঙালির অস্তিত্বকে টুকরো টুকরো কিছু বিষয়ভাবনার মধ্যে ধরতে চাওয়ার প্রয়াসই এই বইটির ‘হয়ে ওঠা'র অনুপ্রেরণা। বিভিন্ন পত্রপত্রিকায় নানা উপলক্ষ্যে প্রকাশিত গান বিষয়ক নিবন্ধগুলি এক জায়গায় এসেছে মূলত দুটি প্রেক্ষিতে— কয়েকটি নিবন্ধে রয়েছে একাধিক স্মরণীয়-বরণীয় বাঙালি ব্যক্তিত্বের কথা— যাঁরা গান লিখেছেন, গেয়েছেন, সুর দিয়েছেন অথবা শুধুই ভালোবেসেছেন, শুনেছেন। রয়েছে এমন কয়েকজন সংগীত রসিকের কথা, যাঁদের মানুষ চেনেন অন্য পরিচয়ে। এর পাশাপাশি জায়গা করে নিয়েছে সাধারণ আবেগ-অনুভূতি, উৎসব- অনুষ্ঠান এমনকি বৃহত্তর সামাজিক বা রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির সামগ্রিক সংগীতযাপন সম্পর্কে কিছু কথা। জ্ঞানের টানে নয়, শুধুই গানের টানে এ বই সেতু রচনা করতে চায় লেখকের সঙ্গে সংগীতপ্রেমী পাঠকদের।
আকার: 21.8 (h)× 13.8 (w)× 1.5 (d)