Firoza Ranger Ghum
লেখক : শ্যামশ্রী রায় কর্মকার
পৃষ্ঠা : 64
এ সময়ের বিশেষ সম্ভাবনাময় কবি শ্যামশ্রী রায় কর্মকারের প্রথম কাব্যগ্রন্থ ফিরোজা রঙের ঘুম। গভীর উপলব্ধি ও মায়াময় উচ্চারণ তাঁর কবিতাকে স্বতন্ত্র করে তোলে। নিগূঢ় ভাবনার বীজ ডালপালা মেলে তাঁর কবিতায়। শব্দের ব্যঞ্জনা ও চিত্রকল্পের ব্যবহারে তাঁর কবিতায় লক্ষ করা যায় এক অদ্ভুত সম্মোহনের স্বর। তাঁর কবিতায় আছে এক অনুচ্চারিত স্রোত। ‘সারাটা দিনের ঘাম তেল নুন’ দিয়ে তিনি কুরুশকাঁটায় বোনেন রূপকল্প। রোমান্টিক বিধুরতায় আচ্ছন্ন করলেও তাঁর কবিতায় থাকে চেতনার জাগরণের কথাও। যা শেষপর্যন্ত জীবনসম্পৃক্তির কথাই বলে। তাই তিনি লেখেন আর একটা জীবন পেলে... নিপুণ হাতে গড়ে তুলব জীবনের ডৌল...’ তাঁর কবিতায় ধরা পড়ে অবিরাম জীবন যন্ত্রণা, আর সেই যন্ত্রণার আবাদের ভেতর ফুটে থাকে ভালোবাসার কোমল স্বরক্ষেপ। জীবন ও তার পারিপার্শ্বের নানা টুকরো ছবির মধ্যে দিয়ে তাঁর কবিতা অনুভূতিময় যাত্রার পাশাপাশি ফুটিয়ে তোলে ‘দুঃখজীবীর মানচিত্র’ও। বিষাদ থেকে প্রেমের দিকে যাত্রা করা এ কবিতাবলি আসলে যেন পা বাড়ায় শব্দ থেকে ব্রহ্মের দিকে।
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)