Plaban Khelar Age
লেখক : শ্রেয়া চক্রবর্তী
পৃষ্ঠা : 64
খুবই ছোটো ছোটো কবিতা লেখেন এই কবি। কবিতাগুলির শরীরে যেন নারীর কোমলতা রয়ে গেছে, পড়তে পড়তে অনুভব করা যায়। শিশুর মতো ঘুমিয়ে আছে প্রেম।/ দু-হাত মুঠো ঘুমিয়ে আছে।/ শূন্য কবাট ঘুমিয়ে আছে'—তিন লাইনের ছোট্ট কবিতা, তবু যেন বারবার পড়তে ইচ্ছে করে, মনে হয় পড়া যেন শেষ হচ্ছে না, আরও একবার পড়লে আরও হয়তো এখনও অজানা কিছু জানা যাবে। ভাষার মধ্যে কোথাও কোথাও এমন এক রহস্যময়তার সৃষ্টি করা হয়েছে, যা একমাত্র কবিরাই পারেন ‘আমার আড়াল থেকে / কে যেন বেরিয়ে এসে / আমায় নিয়েছে টেনে / আমার আড়ালে তবু / দেরাজ হাতড়ে আমি / খুঁজছি তাকেই যে / আমার ভিতর ছিল এতক্ষণ-/ নেই। আর নেই। ছোটো ছোটো ব্যক্তিগত এইসব লিরিকগুলি একা একা অনেকক্ষণ ধরে পড়তে হয়, হয়তো দশ লাইনের একটা কবিতা পড়তেই সারাদিন কেটে যায়, কবিতাই এমন মাদকতা সৃষ্টি করতে পরে। ‘সমুদ্রের নীচে ঘুমিয়ে পড়েছি আমি।/ পাথর বুদবুদ মাছেরা/ আমার মাথার খুব কাছে / অন্ধকারে জেগে আছে আর / শ্বাস নিচ্ছে ধীরে।/ বুকের ওপর অপরূপ জল / শিশুর মতো টলমল করছে; / চুলের ভিতর জন্ম নিচ্ছে ঝিনুক।/ মাথার ভিতর আর কোনো কষ্ট নেই। আমি ভালো আছি।’ এত কম শব্দে এত কিছু বলা যায়!
আকার (cm) : 14 (l) X 21 (b) X 1 (h)