প্রেম ও বেদনার কবিতা

  • Sale
  • Regular price Rs. 100.00
Shipping calculated at checkout.


Prem O Bedonar Kabita 

লেখক : সৌগত চট্টোপাধ্যায়

পৃষ্ঠা : 80

সে এক মানুষ প্রেম খুঁজে চলে আজীবন। মনের সেইসব নীড় কাতরতা কখনও দিগন্তের সীমায় রামধনু তোলে, কখনও ভাঙনের হাওয়া তার গণ্ডি ভেঙে দিয়ে যায়। মনের আশ্রয় চেয়ে কতবার ঘর হারানোর হাহাকার জেগে ওঠে, কতবার অমৃতে আর বিষে মিশে যায় কুম্ভ। প্রেম চেয়ে ঘৃণার ধু-ধু প্রান্তরে এসে দাঁড়ান। সেইসব উজান ভাটির টান উঠে আসে কবির লেখনী জুড়ে। কবি লেখেন— 'তোমার চিকুর জুড়ে এঁকেছি আমার তিক্ত ওষ্ঠের চুম্বন / স্পর্শ করেছি/ তোমাকে আমি অনুমোদন ছাড়াই / জ্বেলেছি লুব্ধক তারা তোমার মুখশ্রী থেকে নিয়ে / আমার হৃৎপিণ্ডের আর্ত পাথারে।’ অস্তিত্বের আলো আঁধার জুড়ে ব্যাধের দৃষ্টি বেঁধা প্রেম জেগে থাকে। হৃদয়ের বালিয়াড়ি জুড়ে জেগে থাকে ধূসর বিষন্নতা। ব্যথার জাতক, কাতরতার পূজারি আলোকভ্রষ্ট অভিসম্পাতের মধ্যে দাঁড়িয়ে তার অমৃতের সন্তানের জন্ম দিতে গিয়ে লেখে—তুমি জেগে থাকো, রাত জেগে ভাসিয়ে দাও ভালোবাসা / আমার বিষন্নতার ভিতরে / তোমার জন্য অন্য কোনো কবিতা আমি লিখতে পারি না / অন্য কোনো ছবি আমি আঁকতে শিখিনি / ভুল স্মৃতির পীড়নে আমি সইতে পারি না আর / সামুদ্রিক প্রলয়ের অন্ধকার।’ ভালোবাসায় বেদনায় ছুঁয়ে থাকা তাঁর দেশ কাল অস্তিত্বেরও কোনো এক সমনামকে তিনি গেঁথে চলেন এইসব শব্দ ও নৈঃশব্দ্যের পঙ্‌ক্তিতে পঙ্‌ক্তিতে।

আকার (cm) : 14 (l) X 21.5 (b) X 1 (h)