লেখক : প্রজিত জানা
পৃষ্ঠা : 64
সেইসব পালকের ছিন্ন-ভিন্ন টুকরো যা ছড়িয়ে রয়েছে আমাদের নির্জনতায়...একাকীত্বে। কখনও তা ভেসে আসে স্মৃতিসত্ত্বার খন্ড খন্ড মেঘকুন্ডলীর মত...মনে করিয়ে দেয় শেষ কথা নয়। দৈনন্দিনতার অপচয়, ক্ষমতার মর্ষকাম, শিকার না পাওয়া উত্তরসভ্যতার যৌন- অতৃপ্তি, রাষ্ট্র ও ক্ষমতালিপ্সার লালা ও পুঁজ...বিবমিষা। শেষ কথা নয়...তবু সর্বগ্রাসী ও বাস্তব। সেই মোহকুণ্ডলী হয়ত আজও তোমায় গ্রাস করতে পারেনি পুরোপুরি...কিন্তু তার প্রক্ষালন নীরব...সে এগিয়ে আসছে। অদৃশ্য ও চতুর ছায়াশরীরে... এই অসম যুদ্ধে শুধু তো বহির্বাস্তব নয়... তোমার প্রতিপক্ষ ভিতরে ভিতরে তুমি নিজেও। যেন এক সমান্তরাল অস্তিত্বে মাথা তুলছ আর এক তুমি...বিন্যস্ত, একমাত্রিক, ধাতব ও অপরিচিত। আসছ। এমন এক পৃথিবীর প্রতিনিধি হয়ে যাকে তুমি অস্বীকার করতে চেয়েছ চিরদিন। একাধিক জন্মের প্রয়োজন এই প্রতিপক্ষের মোকাবিলায়। কিন্তু যেহেতু তোমার কোনও ঈশ্বর নেই...এবং এই বিশ্বে মাত্র একবারের জন্য তুমি এসেছ...অতএব হার অনিবার্য জেনেও পালানোর কোনও পথ তোমার সামনে খোলা নেই... সুতরাং তোমাকে তুলে নিতে হচ্ছে। পালকস্মৃতির সেই টুকরো...অনেক বিশ্বাস ও মোহভঙ্গের পরেও যার শরীরে শতাব্দীর অলীক ডানার স্মৃতিস্পন্দন...মানুষের হিরণ্য উন্মাদনার হলুদ হয়ে আসা অবশেষ...আর সে কারণেই তোমার গতিমুখ যত না বাইরে তার চেয়ে ঢের বেশি অবচেতনের গভীরতর অন্ধকারে...
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1 (h)