Jhumkolata Maner Katha
লেখক : দেবতোষ গুহ
পৃষ্ঠা : 80
‘স্রোতকে বলতে হয় না— চলো/ বান্ধবীকে বলতে হয় না- চলো’— এরকম সহজ, সাবলীল, স্বতঃস্ফূর্ত উচ্চারণ ছড়িয়ে রয়েছে এই কাব্যগ্রন্থের পাতায় পাতায়/ আদ্যন্ত রোমান্টিক এই কবি ভাবতে পারেন ‘আমার হাতে এক সমুদ্র খাতা/ সাত সমুদ্র ঢেউ,’ বলতে পারেন আমি একটা যন্ত্র, / বা যন্ত্রাংশ হতে চাই না। আমি চাই স্বরলিপি হতে/ কবিতার স্বরলিপি।’ কবিতাগুলি পড়তে পড়তে মন থেকে সব দুশ্চিন্তা দূর হয়ে যায়, নির্ভার লাগে নিজেকে, পাখির মতো ডানা মেলে ইচ্ছে করে নীল আকাশে উড়ে যেতে। ফেলে আসা জীবনের মধ্যে যে মায়া লেগে থাকে, কবিতাগুলি পড়তে পড়তে সেই মায়ার আবেশে কেমন যেন ঘোর লাগে। প্রতিদিনের রুটিনবাঁধা জীবন থেকে মন যেন ছুটি পেতে চায়। পৃথিবীর নানা পথে ঘুরে বেড়াতে বেড়াতে এই কবি মেপ্ল পাতার সঙ্গে বন্ধুত্ব করতে চান, তার কথা বলতে চান তাঁর সকল বান্ধবীকে যারা তাকে ‘চিনিয়েছিল পলাশ এবং কৃষ্ণচূড়া, নিজের মনে বলে ওঠেন ‘চুবিয়ে কলম তোমার রঙে/ লিখতে পারি হাজার পাতা—/ সেই কবিতা/ হয়নি লেখা যা এখনও/ মেপ্ল পাতা! জীবনের নানা সমস্যায় যখন মন ভারী হয়ে থাকে, তখন এই বই দমকা হাওয়ার মতো ঢুকে সব কালো মেঘ উড়িয়ে নিয়ে যায়।
আকার (cm) : 14.5 (l) X 22 (b) X 1.3 (h)