Jehad
লেখক : শিপুল বাছাড়
পৃষ্ঠা : 80
মাটির মানুষ শিপুল বাছাড়৷ তিনি দেখেছেন দৈনন্দিন কোলাহল কীভাবে বেঁচে থাকার লড়াইকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করে, তিনি দেখেছেন কীভাবে একটা গোটা সমাজ আদ্যোপান্ত রাজনৈতিক হয়ে ওঠে৷ তার পাশাপাশি তিনি দেখেছেন সমঝোতা করতে করতে কীভাবে মানুষের পিঠ ঠেকে যায় দেওয়ালে৷ আর তার সঙ্গেই জন্ম নেয় প্রতিবাদ, বিপ্লব, জেহাদ৷ রাষ্ট্রের সঙ্গে মানুষের এই লড়াই কাম্য নয়৷ তবু বারবার, প্রতি বার রক্ত ঝরে৷ আর কবির কলমের ঝর্নায় নির্গত হয় সেই সব অনুচ্চারিত বিপ্লব৷ কবি শিপুল বাছাড় প্রশ্ন তোলেন কেন সন্তানের মুখে জোটে না এক মুঠো খাবার? কেন মানুষের পরনে নেই লজ্জাবস্ত্রটূকু? কেন একটা একটা করে আস্ত আস্ত মানুষ ধীরে ধীরে খোদ ক্ষেপণাস্ত্র হয়ে ওঠে৷ কেন প্রত্যেক বার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় দৈন্য৷ তবু তিনি হারেন না৷ কারণ, কবি লিখেছেন- ‘‘দু-একটা মুখ অবশ্যই আছে / প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে / দু-একটা হাত অবশ্যই আছে / মুষ্ঠিবদ্ধ আকাশের দিকে নিক্ষিপ্ত৷ / দু-একটা পা অবশ্যই আছে / মিছিলে চলার দৃঢ় ক্ষমতা নিয়ে৷’’ আর এই না হারার মানসিকতাই বারবার জিতিয়ে দেয়৷ জেহাদকে৷
আকার (cm) : 14 (l) X 22 (b) X 1 (h)